অভিরূপে অভিভূত সাহিত্যাকাশের নক্ষত্ররা

Views: 135
1 0

অভিরূপে অভিভূত সাহিত্যাকাশের নক্ষত্ররা

রাকেশ শর্মা, এডিটর ইন চিফ, রঙ নিউজ

গত ১৬ ই জুন ২০২৪ অভিরূপ সাহিত্য পরিবার ও পাবলিশার্স এর উদ্যোগে সাহিত্য জগতের নক্ষত্রদের  উপস্থিতিতে দুইশত কবির কলমী শক্তিতে দুটি কাব্য সংকলন মোড়ক উন্মোচন হল মহাসমারোহে । কবিতা সংকলন “জল তরঙ্গ” ও গল্প সংকলন “মলাটের ভাঁজে”।

অনুষ্ঠানে ছটি একক কাব্যগ্রন্থ ও গল্পগ্রন্থ আনুষ্ঠানিক প্রকাশ পায়। “সমাজ দর্পণ সামাজিক ও মানুষের কথা”  রঞ্জিত কুমার রায়ের গল্পগ্রন্থ।, “ঐশী আমি” অলিপা বসুর একক  কাব্যগ্রন্থ প্রকাশ। “আত্মোপলব্ধি”  ইন্দ্রানী সরকার করের একক কাব্যগ্রন্থ প্রকাশ। “ভাবনার বন্দর”  অঞ্জলি দাশের একক গল্পগ্রন্থ প্রকাশ। “শেষ প্রহরের স্বপ্ন”  ইতিকা সাহার  একক কাব্যগ্রন্থ প্রকাশ। “মনের ভাবনা”  অঞ্জনা ব্যানার্জির একক কাব্যগ্রন্থ প্রকাশ হয়।

বীথি চট্টোপাধ্যায় মহাশয়া সহ উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক নির্মাল্য বিশ্বাস। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়  , অলিপা বসু এবং আন্তর্জাতিক অভিরূপ সাহিত্য পরিবারের শ্রী সদ্যোজাত মহাশয়।

আন্তর্জাতিক অভিরূপ সাহিত্য পরিবার ও অভিরূপ পাবলিশার্স ভারত সরকারের আইএসবিএন রেজিস্ট্রিকৃত একটি প্রকাশনী সংস্থা। সম্পাদিকা সুমনা সেনগুপ্ত ও সভাপতি দীপক সুর মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় সাহিত্য পরিবারটি প্রতিষ্ঠিত হয় ২০১৮ সালে।

এদিনের অনুষ্ঠানে ব ই প্রকাশনার পাশাপাশি একাধিক সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। ২৭ জন কবিকে “অভিরূপ সাহিত্য অ্যাওয়ার্ড” সম্মাননা প্রদান করা হয়। ২০২১ সালে প্রকাশিত “চেনা পথের ইতিবৃত্তে” গল্পগ্রন্থটি লিখেছেন  সুপ্তা আঢ্য মহাশয়া, ওনাকে “স্বর্ণ দ্যূতি সম্মাননা” প্রদান করা হয় এবং ২০১৯ সালে প্রকাশিত “অচিন পাখি” একক কাব্যগ্রন্থের জন্য পৃথা বন্দ্যোপাধ্যায় কে “অরূপ দ্যূতি” সম্মাননায় সম্মানিত করা হয়।

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, রামানন্দ দাস, প্রতীক চ্যাটার্জী

ম্যানেজার – বুবুন মাইতি

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – রাকেশ শর্মা

Happy
Happy
1
Sad
Sad
0
Excited
Excited
2
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *