জোড়া ভূকম্পে কাঁপল উত্তর পূর্বাঞ্চল
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
মার্চের শুরুতেই জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল দেশের উত্তর পূর্ব প্রান্ত। সূত্রের খবর, ভারত মায়ানমার সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পের জেরে রীতিমতো কম্পন অনুভূত হয় দেশের উত্তর পূর্বাঞ্চলে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোররাতে ৩টে ৫৪ মিঃ নাগাদ কম্পন অনুভূত হয় অসম, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয় সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে। মণিপুরের চোংদান এলাকা থেকে ২৯ কিলোমিটার দূরে মাটির ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎস। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৫। অন্যদিকে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স সূত্রে জানা গিয়েছে, দুপুর ১২টা ২০ মিঃ নাগাদ মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ৬৬ কিলোমিটার দূরে ভূমিকম্পের দ্বিতীয় উৎসে কম্পনের তীব্রতা ছিল ৪.১। ইম্ফলের পাশাপাশি কম্পন অনুভূত হয় নাগাল্যান্ডের ডিমাপুর, মেঘালয়ের রাজধানী শিলংয়েও। আরও জানা গিয়েছে, ভূমিকম্পের জেরে মণিপুরের থৌবাল জেলার ওয়াংজিং, লামডিং এলাকায় বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। এছাড়া অন্যান্য ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে রাজ্য প্রশাসনের তরফে।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
