সহজ হলো কেদারনাথ দর্শন: পদক্ষেপ মোদি সরকারের
নবনীতা পাল; Rong News
স্কন্দ পুরাণ অনুসারে চার ধাম যাত্রার মাধ্যমে বহুল পাপ মুক্তি ঘটে। তার মধ্যে একটি হলো কেদারনাথ। এতদিন পুণ্যার্থীরা মাইলের পর মাইল হেঁটে পৌঁছাতেন কেদারনাথ।
তবে বর্তমানে মোদি সরকারের উদ্যোগে পাহাড়ি রাস্তায় ট্রেকিং এর বদলে রোপওয়ের পথ চালু করা হলো যার মাধ্যমে পুণ্যার্থীরা কেদারনাথ সহজেই যেতে পারবেন। সম্প্রতি কেন্দ্রীয় সরকার উত্তরাখণ্ডের সোনপ্রয়াগ থেকে কেদারনাথ পর্যন্ত রোপওয়ে নির্মাণের অনুমোদন দিয়েছে।
এই ব্যাপারে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন ৪ হাজার ৮১ কোটি টাকা খরচ করে তৈরী হবে এই রোপওয়ে। এই রোপওয়ে পথ চালু হলে ৮ – ৯ ঘটার পথ মাত্র ৩৬ মিনিটেই পৌঁছে যাবেন পুণ্যার্থীরা।
কেদারনাথের পাশাপাশি রোপওয়ের অনুমোদন দেওয়া হয়েছে উত্তরাখণ্ডের গোবিন্দঘাট থেকে হেমকুন্ড সাহিব পর্যন্ত ১২.৪ কিলোমিটার দীর্ঘ পথ। একটি বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী সভা জানিয়েছে, সরকারি ও বেসরকারি এই দুই যৌথ উদ্যোগে নির্মাণ ও পরিচালনা করা হবে সোনপ্রয়াগ থেকে কেদারনাথের রোপওয়ে। এই রোপওয়ে টিতে প্রতিদিন যাতায়াত করতে পারবেন প্রায় ১৮ হাজার যাত্রী।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
