বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে ধুন্ধুমার
✍️ দীপা দে , Rong News
দূর্গাপুরের এক বিয়ে বাড়িতে সামান্য গান বাজানো নিয়ে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে প্রথমে বচসা তারপর হাতাহাতি মারামারি এমনকি গুলি পর্যন্ত চলে। ঘটনা স্থলে এক যুবকের মৃত্যু ঘটে।
বরপক্ষের বিরুদ্ধে বিয়েবাড়িতে হামলা চালানোর অভিযোগ কনেপক্ষের। তারা জানায় , রাত একটা নাগাদ গুলির শব্দ শোনা যায়। তাতেই মৃত্যু হয় ঐ যুবকের।যদিও বরপক্ষ সব অভিযোগ অস্বীকার করেছে।
প্রশ্ন উঠছে একটা বিয়েবাড়িতে আগ্নেয়াস্ত্র এলো কি করে? পুলিশ তদন্তে নেমেছে। কয়েকজন সন্দেহ ভাজন কে গ্ৰেফতার করা হয়েছে। যুবকের মরদেহ ময়নাতদন্তের পাঠানো হয়েছে।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
