বাংলাদেশে এবছর ঈদের ছুটি: সুখবর সরকারি কর্মচারীদের জন্য
বাংলাদেশে এবছর ঈদে টানা পাঁচদিন ছুটি এবং আগে পরে ছুটি মিলিয়ে মার্চের শেষ সপ্তাহ ও এপ্রিলের প্রথম সপ্তাহ যাবে ছুটির মধ্যে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ সে মার্চ, সোমবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হবে। সরকারি কর্মচারীদের ২৯ সে মার্চ থেকেই ছুটি ঘোষণা করা হচ্ছে। তার আগে ২৬ তারিখ স্বাধীনতা দিবসের ছুটি,২৮ তারিখ শবে কদরের ছুটি। এরপর ২৯ থেকে ২ রা এপ্রিল পর্যন্ত টানা ছুটি ঈদের। মাঝে ৩ অফিস খোলার পর ৪ ও ৫ আবার ছুটি।সেই হিসাবে ২৬ সে মার্চ থেকে ৫ ই এপ্রিল পর্যন্ত টানা ১১ দিনের ছুটির মধ্যে সব ছুটি মিলিয়ে মাত্র ২ দিন অফিস খোলা।
তবে ছুটির বিধিমালা ১৯৫৯ অনুযায়ী, দুটি ছুটির মাঝখানের কর্ম দিবস গুলোতে ছুটি নেওয়ার নিয়ম নেই। তাই সেখানে মাঝের দিনগুলো কামাই করা যাবে না।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
