মধ্যমগ্ৰামে তৈরী হচ্ছে দ্বিতীয় ইকো পার্ক
✍️ দীপা দে
শহুরে জীবনের এক ঘেয়েমি ব্যস্ততা কাটাতে মন চায় একটু নিরিবিলি, একটু সবুজের ছোঁয়া।
নিউটাউনের ইকো পার্ক কোলকাতার মধ্যে খুব অল্প সময়ের মধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এবারে সেই ইকো পার্কের আদলে তৈরি হচ্ছে দ্বিতীয় ইকো পার্ক । কোলকাতা সংলগ্ন মধ্যমগ্ৰামের ১৭ নম্বর ওয়ার্ডের পানিহারা এলাকায়। পার্কে থাকবে ফুলের বাগান, লাইট এন্ড সাউন্ড, খেলার মাঠ, বয়স্কদের হাঁটা ও বসার সুব্যবস্থা, ফুড কোর্ট, ফোয়ারা, এছাড়া পার্কের ভিতরে জলাশয়ে বোটিং এর ব্যবস্থা থাকবে।
কাজ চলছে জোর কদমে। সব ঠিকঠাক থাকলে চলতি বছর নভেম্বর ডিসেম্বরেই পর্যটকরা শীতের আমেজ উপভোগ করতে পারবে বলে মধ্যমগ্ৰাম পুরসভা আশাবাদী।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
.
