আই পি এল ২০২৫ এর আগেই নতুন অধিনায়ক ও সহ অধিনায়ক নির্বাচন কে কে আর এর
নবনীতা পাল , Rong News
আই.পি.এল ২০২৫-এর আগে এবার নতুন অধিনায়ক ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স। গত মরশুমে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় ওই দলটি। এদিকে, মেগা নিলামের আগে আইয়ারকে রিলিজ করে দেওয়া হয়। নিলামেও তাকে কেনেনি ওই ফ্র্যাঞ্চাইজি। তবে, এবার তিনবারের আই. পি.এল চ্যাম্পিয়ন পেয়েছেন নতুন অধিনায়কত্ব। শাহরুখ খানের দলে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন মুম্বাইয়ের ৩৬ বছর বয়সী অজিঙ্কা রাহানে। দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে থাকা অজিঙ্কাই এবার দলের নেতৃত্ব দেবেন। এবারের নিলামে রাহানেকে কিনেছে কে. কে .আর,।তার বেস প্রাইস ১.৫ কোটি টাকায় তাকে কিনে নেয় কে কে আর। প্রসঙ্গত উল্লেখ্য যে, ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি টিম ইন্ডিয়া এবং আই পি এল -এ অধিনায়কত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে রাহানের। তার নেতৃত্বে ভারত অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার গাভাস্কার ট্রফি দখল করে। আর এই অভিজ্ঞতার জন্যই রাহানেকে অধিনায়কত্বের ক্ষেত্রে প্রাধান্য দিয়েছে কে কে আর।
এদিকে, দলের অধিনায়কত্ব পাওয়ার পর অজিঙ্কা রাহানে বলেছেন, “কে কে আর-এর নেতৃত্ব দেওয়ার বিষয়টি অত্যন্ত সম্মানের। এটি আই পি এল এর অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি। আমি মনে করি আমাদের একটি দুর্দান্ত এবং ভারসাম্যপূর্ণ দল রয়েছে। আমি সবার সাথে কাজ করার জন্য এবং আমাদের খেতাব রক্ষার চ্যালেঞ্জ গ্রহণের জন্য উন্মুখ রয়েছি।”
সহ-অধিনায়কত্ব পেয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। মধ্যপ্রদেশের অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার আই পি এল ২০২৫-এ কে কে আর-এর সবচেয়ে দামি খেলোয়াড়। তাঁকে কিনতে ফ্র্যাঞ্চাইজিকে ২৩.৭৫ কোটি টাকা দিতে হয়েছে। পূর্বে অনুমান করা হয়েছিল যে, ভেঙ্কটেশই হয়তো অধিনায়কত্ব পাবেন। তবে, এখন তাকে সহ-অধিনায়ক করা হয়েছে।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
