আদালতের নির্দেশে পাঁচ মিনিটেই FIR তৃণমূল নেতার বিরুদ্ধে
নবনীতা পাল: Rong News
আদালতের নির্দেশে পাঁচ মিনিটেই এফআইআর চাকরি দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে।
আদালতের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত তৃণমূল নেতাকে শিক্ষা দফতরের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে মমতার সরকার। তার বিরুদ্ধে এফআইআর গ্রহণ করেনি পুলিশ। আদালতে এই অভিযোগ প্রমাণ হতেই বৃহস্পতিবার অভিযুক্তের বিরুদ্ধে এফ আই আর করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু।
জানা গেছে ২০১১ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত ছিলেন তৃণমূল কর্মী সিরাজুল ইসলাম। তাঁর বিরুদ্ধে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগ ওঠে। এই দুর্নীতির তদন্তে আদালত একটি কমিটি গঠন করে। কমিটির রিপোর্ট খতিয়ে দেখে সিরাজুলকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।অভিযোগ, তৃণমূলের শিক্ষাবন্ধু সেলের এই নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। আবার এই সিরাজুলের নাম জড়িয়ে পড়ে নিয়োগ কেলেঙ্কারিতেও।
এত ঘটনার পরও সিরাজুল ইসলামের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি রাজ্য প্রশাসন। এমনকী, তাঁর বিরুদ্ধে সাধারণ অভিযোগ পর্যন্ত গ্রহণ করেনি পুলিশ।এরপরেও অভিযুক্তকে হাওড়া জেলা শিক্ষা দফতরের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর চেয়ারে বসেই দেদার দুর্নীতি শুরু করে দিয়েছেন তিনি। সেকথা জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন এক ব্যক্তি। সেই মামলার শুনানিতে পুলিশ ও প্রশাসনের ভূমিকা দেখে রীতিমতো ক্ষুব্ধ বিচারপতি বসু। ভরা এজলাসেই পুলিশকে ভর্ৎসনা করেন তিনি। জানতে চান, কেন ওই তৃণমূল শিক্ষক নেতার বিরুদ্ধে এই বিষয়ে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। আর, বিচারপতির কাছে এই ধমক খাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই এফআইআর করে হাওড়া পুলিশ।
এর পাশাপাশি, একাধিক গুরুতর অভিযোগ যাঁর বিরুদ্ধে রয়েছে, তাঁকে কীভাবে একটি রাজনৈতিক দলের শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হল, সেই প্রশ্নও তোলেন বিচারপতি। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৮ মার্চ। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওই দিন সিআইডি-কে আদালতে জানাতে হবে, তাদের তদন্ত কত দূর পর্যন্ত এগোল।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
