হাঁসফাঁস গরমের মাঝেই স্বস্তির পূর্বাভাস; কবে ভিজছে দক্ষিণ বঙ্গ জেনে নিন

Views: 38
0 0

হাঁসফাঁস গরমের মাঝেই স্বস্তির পূর্বাভাস; কবে ভিজছে দক্ষিণ বঙ্গ জেনে নিন

 

নবনীতা পাল:Rong News

 

মার্চ মাসেই তাপপ্রবাহের পরিস্থিতি বাংলায় । খাতায় কলমে এখনও বসন্তকাল। তবে তাপমাত্রার পারদ যেভাবে চড়ছে তা দেখে এমনটা বোঝা দায়। ভরা বসন্তেই মিলছে গ্রীষ্মের ‘ফিল’! আজ রাজ্যের পাঁচটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। হাঁসফাঁস গরম থাকতে পারে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও ঝাড়গ্রামে। এর মাঝেই আবার স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

 

হাওয়া অফিস জানাচ্ছে, সপ্তাহান্তের পর সোমবারও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি উঠতে পারে তাপমাত্রার পারদ। স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কিংবা তার বেশি তাপমাত্রা থাকতে পারে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া এবং পুরুলিয়াতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

 

সোমবার অবধি এই পূর্বাভাস থাকলেও, বুধবার থেকে আবহাওয়ার বদল হবে। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরবঙ্গে আজ শুধু কালিম্পং এবং দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল এই দুই জেলার পাশাপাশি ভিজতে পারে আলিপুরদুয়ার।

 

হাওয়া অফিস জানাচ্ছে, পূর্ব বাংলাদেশ এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তটি দুর্বল হয়ে পড়বে। এছাড়া রাজস্থান ও অসমেও ঘূর্ণাবর্ত রয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। পরপর দু’দিন দক্ষিণের প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর ফলে অস্বস্তিকর গরম থেকে রেহাই মিলতে পারে বলে আশা করা হচ্ছে।

 

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, প্রতীক চ্যাটার্জী

ম্যানেজার – বুবুন মাইতি

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – রাকেশ শর্মা

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *