জীবিত মেয়ের শ্রাদ্ধ!
অভিমান না ক্ষোভ?
✍️ দীপা দে
উত্তর দিনাজপুরের চোপড়া এলাকার সোনাপুরে ( পঞ্চায়েত ) পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেছে মেয়ে। মেয়েয় এই প্রেমের সম্পর্ক ও বিয়ে মানতে নারাজ পরিবার। প্রথমে তারা মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করেছে। পরিবারের এই উদ্দেশ্যে সফল না হওয়ায় এক কথায় সমাজের চাপে নতজানু হয়ে বাবা মা দাঁড়িয়ে থেকে জীবিত মেয়ের শ্রাদ্ধ করে। সেখানে উপস্থিত ছিল মেয়ের আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। ৯ই মার্চ মেয়েটি বাড়ির থেকে পালিয়ে যায়। আজ ঘটা করে সদ্য বিবাহিত সেই মেয়েরই শ্রাদ্ধানুষ্ঠান হয়েছে।
মনো বিজ্ঞানীর মতে, প্রাপ্তবয়স্ক সন্তানকে একজন স্বাধীন ব্যক্তি না ভেবে নিজের সম্পত্তি ভেবে নেওয়া মূলত বেশীরভাগ বাবা মায়ের মধ্যে এই প্রবণতা দেখা যাচ্ছে । আইন যে অধিকার দিচ্ছে সমাজ ও পরিবার সেই অধিকার কেড়ে নিচ্ছে। এটা ক্ষোভ অথবা নিষ্ঠুরতা ছাড়া আর কিছুই নয়।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
