সর্বোচ্চ আদালতের বিচারপতি হলেন জয়মাল্য বাগচি
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
ফের একবার জয়জয়কার বাঙালির। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি পদে শপথ গ্রহণ করলেন জয়মাল্য বাগচি। সুপ্রিম কোর্ট কলেজিয়াম বিচারপতি হিসাবে জয়মাল্য বাগচির নাম সুপারিশ করলে তা অনুমোদন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারপরেই দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে নিয়োগের ছাড়পত্র দেয় কেন্দ্রীয় সরকার। সেই মোতাবেক সোমবার সকালে তাঁকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সূত্রের খবর, সোমবারই আর জি কর মামলার শুনানি ছিল সর্বোচ্চ আদালতে। তাৎপর্যপূর্ণভাবে ওই শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চে উপস্থিত ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি।
২০১১ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে কাজ শুরু করেন জয়মাল্য বাগচি। পরবর্তীতে কিছুদিনের জন্য অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে বদলি হলেও ফের পুরনো কর্মক্ষেত্র কলকাতা হাইকোর্টে ফিরে আসেন বিচারপতি বাগচি।
এর আগে সুপ্রিম কোর্টের বিচারপতি পদ অলংকৃত করেন আরও দুজন বাঙালি। প্রথমজন বিচারপতি দীপঙ্কর দত্ত ও দ্বিতীয়জন বিচারপতি আলতামাস কবীর। দুজনেই একসময় কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত ছিলেন। এবার সেই তালিকায় নবতম সংযোজন বিচারপতি জয়মাল্য বাগচি।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
