*প্রথম ম্যাচেই বিপত্তি; বৃষ্টির কারণে পণ্ড হতে পারে কে.কে.আর বনাম আর.সি.বি ম্যাচ*
নবনীতা পাল, Rong News
আই.পি.এল- এর প্রথম ম্যাচকে ঘিরে একটি বড় চিন্তার মধ্যে রয়েছেন ক্রিকেট অনুরাগীরা। মূলত, বৃষ্টির কারণে এই ম্যাচ প্রভাবিত হবে কিনা সেই নিয়েই চিন্তা বাড়ছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত বৃহস্পতিবার আই.এম.ডি আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাসের বিষয়টি জানিয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, শনিবার জারি করা হয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি, আগামী রবিবারের জন্য জারি করা হয়েছে হলুদ সর্তকতা। এদিকে,ওয়েদার বলছে, শনিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা ৭৪ শতাংশ এদিকে সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ পর্যন্ত হবে।এমতাবস্থায়,কে.কে.আরএবং আর.সি.বি আদৌ পুরো ম্যাচ খেলতে পারে কিনা তা নিয়েও সন্দেহের মধ্যে রয়েছেন অনুরাগীরা।
শনিবার অর্থাৎ ২২ মার্চ শুরু হতে চলেছে চলতি বছরের আই.পি.এল। যেখানে ইডেনে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইতিমধ্যেই উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রমও সামনে এসেছে। শুধু তাই নয়, একাধিক শ্রেয়া ঘোষাল থেকে শুরু করে দিশা পাটানির মতো তারকা শিল্পীরাও পারফর্ম করবেন ওই অনুষ্ঠানে।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
