ইডেনে মেগা আসর

Views: 57
2 0

ইডেনে মেগা আসর

 

অমিতাভ গঙ্গোপাধ্যায়:র‌ঙ নিউজ

 

আর মাত্র কয়েক ঘন্টার তফাতে শুরু হতে চলেছে ক্রিকেটের মেগা আসর আইপিএল ২০২৫। মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং রয়েল চ্যালেঞ্জেরস বেঙ্গালুরু। যদিও আবহাওয়া কতটা অনুকূলে থাকবে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছেনা। কিন্তু বৃষ্টি হলেও টানা বৃষ্টির সম্ভাবনা কম।

 

ইডেনে আজ যে শুধু ক্রিকেটের আসর তা নয়,সঙ্গে থাকছে ঝিংচ্যাক উদ্বোধনি অনুষ্ঠান।সন্ধ্যা ছ’টা থেকে শুরু হবে এই আসর। কিং খান,শ্রেয়া ঘোষাল,দিশা পাটানির মত সেলিব্রেটিরা মঞ্চ আলো করবেন। এবারের অনুষ্ঠানের বিশেষ আকর্ষন হল দর্শকদের জন্য লিষ্ট ব্যান্ড এবং চশমা। এগুলো মিউজিক এর তালে তালে জ্বলে উঠবে।এরপর ৬টা ১৩মি.শ্রেয়া ঘোষালের ইন্ট্রো ভিডিওর পর লাইভ পারফরম্যান্স শুরু হবে। পরবর্তী সময়ে শাহরুখ খান মূল মঞ্চে ফিরে ক্রিকেটারদের আমন্ত্রণ জানাবেন এবং তাদের সঙ্গে আলাপচারিতায় মেতে উঠবেন।এই উপলক্ষে কাটা হবে বিশেষ কেক্।

 

কলকাতা অধীর অপেক্ষায় সময় গুনছে। ইডেনে শুধুমাত্র ক্রিকেট নয়, সাক্ষী হতে চলেছে অসাধারণ এক উৎসবের।প্রার্থণা শুধু একটাই–বরুণদেবের আশীর্বাদ যেন ঝরে না পড়ে!!

 

 

২২.৩.২৫

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী

ম্যানেজার – বুবুন মাইতি

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – রাকেশ শর্মা

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
1
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *