মশা নেই যে দেশে
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
মশার কামড়ে জেরবার হতে হয় প্রায় সব দেশের সব অঞ্চলের মানুষকেই। কিন্তু মজার ব্যাপার হলো পৃথিবীর বুকে এমন দেশও আছে যেখানে মশা নেই। মশা যেখানে নেই সেখানে মশার কামড়ে বিরক্তিকর ব্যাপারও নেই। নেই মশার কামড়ে ছড়িয়ে পড়া বিভিন্ন রোগ সংক্রমণ। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী মশাবিহীন এমন দুটি দেশ উত্তর ইউরোপের আইসল্যান্ড ও দক্ষিণ গোলার্ধের অ্যান্টার্কটিকা। এই দুটি দেশের আবহাওয়া মশার জীবনচক্রের পক্ষে একেবারেই অনুকূল নয়। বেশি গরম বা বেশি ঠান্ডা দুটির কোনোটাই মশার অনুকূল পরিবেশ নয়।
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের রিপোর্ট থেকে জানা গিয়েছে, মশার সম্পূর্ণ জীবনচক্র তৈরি হতে প্রয়োজন উষ্ণ পরিবেশ, আর্দ্র আবহাওয়া, জমা জল। ফলে বিষুবরেখার কাছাকাছি অঞ্চল, ট্রপিক্যাল রেন ফরেস্ট বা বেশি বৃষ্টিপাত হয় এমন অঞ্চল মশাদের জন্ম ও বাড়বাড়ন্তের আদর্শ স্থান। এইসব অঞ্চলে নানা জাতের মশার উৎপাত ও তাদের কামড়ে বিভিন্ন সংক্রামক রোগ সাধারণ ঘটনা। কিন্তু অতুলনীয় নৈসর্গিক দৃশ্য, নর্দার্ন লাইট, ব্লু লেগুনের দেশ বলে পরিচিত আইসল্যান্ডের ঘনঘন তাপমাত্রার ফারাক মশার জন্য আক্ষরিক অর্থেই প্রতিকূল। তাপমাত্রার ওঠানামার কারণে ডিম পাড়া দূরস্থান মশার বসবাসের অনুপযুক্ত। অন্যদিকে প্রচন্ড ঠান্ডা, তুষারপাত ও জমা জলের অনুকূল পরিবেশ আদৌ নেই অ্যান্টার্কটিকায়। ফলে মশার বংশবৃদ্ধির কোনোও সুযোগ নেই। মশার হাত থেকে বাঁচতে হয়তো যাওয়ার চেষ্টা করা যেতেই পারে এই দুটি দেশে।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
