সর্বস্ব লুটে পালানো স্ত্রীর প্রতীকী অন্ত্যেষ্টি ও শ্রাদ্ধ 

Views: 30
0 0

সর্বস্ব লুটে পালানো স্ত্রীর প্রতীকী অন্ত্যেষ্টি ও শ্রাদ্ধ

✍️ দীপা দে , Rong News

 

সোনা গয়না, নগদ টাকা, ব্যাংক ব্যালেন্স এক কথায় স্বামীর সারা জীবনের কষ্টার্জিত ধন নিয়ে স্ত্রী পালিয়ে গেল প্রেমিকের সঙ্গে। ক্ষোভে, দুঃখে স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী। অভাবনীয় ঘটনাটি ঘটেছে

মালদহের হরিশচন্দ্রপুরের বরুই এলাকায়। জানা গিয়েছে, অচিন্ত্য রায় পেশায় রাজমিস্ত্রি ও তার স্ত্রী দ্রৌপদীর উনিশ বছরের দাম্পত্য জীবন।

ভালোবাসার খাতিরে অচিন্ত্য বাবু তার উপার্জিত অর্থ স্ত্রীর এ্যাকাউন্টে রাখতেন। স্ত্রীর যাবতীয় আবদার মেটাতেন। বেশ কয়েক বছর ধরে স্ত্রী রিলস বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতো। মধ্য রাত পর্যন্ত ফোনে অপরিচিতদের সাথে কথাবার্তা বলতো। এগুলো নিয়ে অচিন্ত্য বাবু আপত্তি করায় স্ত্রী দ্রৌপদী সর্বস্ব নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়।

প্রথমে অচিন্ত্য বাবু বুঝতে না পেরে খোঁজাখুঁজি করেন। তারপর নিজের মোবাইলে স্ত্রীর পাঠানো রিলস গুলো দেখে সব বুঝতে পারেন। অপমানে, ক্ষোভে, যন্ত্রনায় অচিন্ত্য বাবু রীতিমতো বিধি মেনে প্রথমে প্রতীকী স্ত্রীর অন্ত্যেষ্টি ও পরে আনুষ্ঠানিক ভাবে শ্রাদ্ধ করলেন পলাতক স্ত্রীর। এমনকি শ্রাদ্ধ বাড়িতে গ্ৰামবাসীরা পাত পেড়ে খেয়েছেন পর্যন্ত।

জীবিত স্ত্রীর শ্রাদ্ধে গ্ৰামবাসীরা অচিন্ত্য বাবুকেই সমর্থ করছে। কারন তারা গ্ৰামে এই ঘটনার পুনরাবৃত্তি চায় না।

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী

ম্যানেজার – বুবুন মাইতি

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – রাকেশ শর্মা

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *