*অবশেষে দীঘায় ভেসে আসা জগন্নাথ মূর্তির রহস্য হলো ফাঁস*
নবনীতা পাল, Rong News
দীঘার সমুদ্রে জগন্নাথ মূর্তি ভেসে আসা নিয়ে চলছে নানা জল্পনা। রহস্য নাকি অলৌকিক – এই আবহে পাকছে মানুষের মাথায় জট। সেই আবহেই উদ্ধার হলো ভেসে আসা মূর্তির ইতিকথা।
জানা যায়, মূর্তিটি দীঘা থানার খাদাল গোবরা গ্রামের বাসিন্দা কল্পনা জানার বাড়ির পূজিত মূর্তি। কল্পনা দেবীর কথায়, মূর্তিটি তার বাড়ির মন্দিরের। দুর্গা মন্দিরের সাথেই একবছর ধরে মূর্তি পুজো করা হতো। কিন্তু কিছুদিন আগে কল্পনা দেবী দেখতে পান, মূর্তির হাত ও মাথার অংশ ভাঙতে শুরু করেছে। মন্দিরের পুরোহিত তখন বিধান দেন, ভাঙা মূর্তি পুজো না করতে। কল্পনা দেবী মূর্তিটি নিয়ে কি করবেন ভেবে পাচ্ছিলেন না। বস্তির যে বাসিন্দা কল্পনা দেবী কে এই মূর্তি দিয়েছিলেন, তারাও মূর্তিটি নিতে অস্বীকার করেন। অগত্যা শেষমেষ রবিবার দুপুরবেলা তিনি মূর্তি দীঘার সমুদ্রে ভাসিয়ে দেন।
এরপর যখন তিনি মোবাইল টিভি ইত্যাদি জায়গায় দেখেন মূর্তি নিয়ে শোরগোল পরে গিয়েছে, তখন কল্পনা দেবী স্বীকার করেন এই মূর্তিটি তার বাড়ির মন্দিরের পূজিত মূর্তি। সেই সময় কল্পনা দেবী সব সত্য স্বীকার করেন।
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এর দাবি, “তৃণমূল বিষয়টিকে রাজনৈতিক কাজে লাগানোর চেষ্টা করছে। মূর্তিটির হাত ও মাথা ভাঙা, হিন্দু ধর্মে ভাঙা মূর্তি পুজোর কাজে ব্যবহার করা হয় না।”
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
