যোগ্য ও অযোগ্যদের কোনো তালিকা প্রকাশ হবে না; শিক্ষামন্ত্রী

Views: 46
0 0

*যোগ্য ও অযোগ্যদের কোনো তালিকা প্রকাশ হবে না; শিক্ষামন্ত্রী*

নবনীতা পাল,  Rong News

যোগ্য ও অযোগ্যদের কোনও তালিকা প্রকাশ করা হবে না। স্পষ্টভাবে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার তিনি জানান, সুপ্রিম কোর্ট যোগ্য এবং অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের কোনও তালিকা প্রকাশ করতে বলেনি। আগে যখন বৈঠক হয়েছিল, তখন আন্দোলনকারীদের স্পষ্টভাবে বলা হয়েছিল যে আইনি পরামর্শ পেলে যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। সেইমতো আইনজ্ঞদের সঙ্গে আলোচনা করা হয়েছিল। কিন্তু আইনি পরামর্শ না পাওয়ার জন্যই কোনও তালিকা প্রকাশ করা হচ্ছে না বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী। সেইসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) অফিসের সামনে অবস্থানরত প্রার্থীদের আদালতের জুজু দেখিয়ে শিক্ষামন্ত্রী ‘পরামর্শ’ দেন, তাঁরা যেন এমন কাজ না করেন, যা আদালত অবমাননার সামিল হতে পারে। যোগ্য প্রার্থীদের জন্য রিভিউ পিটিশন করা হবে। তাই এমন কোনও কাজ করা বা এমন কোনও কাজ করতে বাঞ্চনীয় নয়, যাতে আন্দোলনরতদের বিপক্ষেই চলে যায় সেই রিভিউ পিটিশন।সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসুর মন্তব্য, “মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে চাকরিহারাদের পাশে আছেন। আমরা না হয় সুপ্রিম কোর্টে হেরেছি, তাহলে জিতল কারা? কারা জিতল, সেটা আপনারা সবাই জানেন। বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি। সুপ্রিম কোর্টের রায় অক্ষরে-অক্ষরে পালন করতে আমরা দায়বদ্ধ। এমন কিছু করা উচিত নয়, যাতে সুপ্রিম কোর্টে সমস্যা না হয়। আমাদের কাজ আমাদের করতে দিন। আপনারা আমাদের কাজ গিয়ে করুন। আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছেন।এমন কোনও কাজ করবেন না, যা আপনাদের রিভিউ পিটিশনে আপনাদের বিরুদ্ধে চলে যায়। সরকার কোনও কড়া মনোভাব নেবে না।”

 

 

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী

ম্যানেজার – বুবুন মাইতি

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – রাকেশ শর্মা

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *