*চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত; বজ্র বিদ্যুত সহ বৃষ্টি জেলায় জেলায়*
নবনীতা পাল:Rong News
টুপটাপ বৃষ্টির জেরে বেশ কিছুটা তাপমাত্রা নেমেছে গোটা রাজ্যেই। আপাতত সেই ধারা অব্যাহত থাকবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
আবহাওয়া দফতর জানাচ্ছে, হরিয়ানা থেকে উত্তর-পূর্ব অসম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর বাংলাদেশের ওপর এর প্রভাব পড়ছে। আবার উত্তরপ্রদেশ, হরিয়ানা, তেলেঙ্গানা ও অসমে একাধিক ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় বৃষ্টি হচ্ছে। এদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ-পশ্চিম দিকে সরে যাওয়ার বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়েছে।
আজ মঙ্গলবার বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। এরপর বুধবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায়। সতর্কতা জারি থাকছে এদিনও। আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের হলুদ সতর্কতা জারি রয়েছে।
এদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। ৫০-৭০ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে। কোথাও কোথাও কালবৈশাখীর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এদিকে বৃষ্টির কারণে তাপমাত্রা কমেছে ইতিমধ্যেই। বুধবারের মধ্যে আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া মালদহ, কালিম্পং-সহ মোটামুটি সব জেলাতেই ঝড় বৃষ্টির পালা চলতে পারে। বৃষ্টির সঙ্গে ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গেও গত কয়েকদিনে বেশ নেমেছে তাপমাত্রা।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা