ক্লাসে কলমা, চাকরি গেল শিক্ষিকার
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
সংস্কৃতের ক্লাসে কলমা পড়ানোর অভিযোগে চাকরি খোয়ালেন শিক্ষিকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হরিয়ানার পানিপথের সরস্বতী বিদ্যামন্দিরে। সূত্রের দাবি, স্কুলে সংস্কৃতের ক্লাস চলাকালীন পড়ুয়াদের কলমা পাঠ করান এক শিক্ষিকা। বাড়ি ফিরে খেলাচ্ছলে তা বলতে থাকে বেশ কিছু পড়ুয়া। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসেন অভিভাবকরা। খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। এরপরই দল বেঁধে স্কুলে চড়াও হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকের একটি বড়ো অংশ। বিক্ষোভ চলাকালীন খবর যায় পুলিশের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতেই স্কুলের অধ্যক্ষা ইন্দুর সঙ্গে দেখা করে ওই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ জানান তাঁরা। হিন্দু রীতিনীতি ও সংস্কৃতির পাশাপাশি ইসলামী রীতিনীতি ও সংস্কৃতি কেমন হয় ছাত্রছাত্রীদের জানা উচিত বলে অধ্যক্ষা সাফাই দিলেও তা মানতে নারাজ হন অভিভাবকরা। অবিলম্বে ওই শিক্ষিকার বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানান তাঁরা। এমনকি মাহি নামে অভিযুক্ত শিক্ষিকার ধর্ম নিয়েও প্রশ্ন তোলেন অভিভাবকরা। চাপে পড়ে বাধ্য হয়ে ওই শিক্ষিকাকে চাকরি থেকে বরখাস্ত করে স্কুল কর্তৃপক্ষ।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা