বসিরহাটে ভুয়ো ডাক্তার গ্ৰেফতার
✍️ দীপা দে
উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের ইটিন্ডা রোডের বদরতলা অঞ্চলের এক ভুয়ো এম বি বি এস ডাক্তার পুলিশের জালে ধরা পড়েছে। সূত্র মাধ্যমে জানা গিয়েছে ধৃত ব্যাক্তি স্বনামধন্য চিকিৎসক ইন্দ্রনীল বোসের নাম ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে বসিরহাট ও তার আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা করছেন।
আসল ডাক্তার ইন্দ্রনীল বোস কিছুদিন আগে পুলিশের কাছে অভিযোগ করেন কেউ তার নাম ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ভুয়ো চিকিৎসা করছেন। ডাক্তার ইন্দ্রনীল বোস একজন স্বনামধন্য চেষ্ট মেডিসিনের ডাক্তার। অভিযোগের ভিত্তিতে আমতা থানা ও বসিরহাট থানার পুলিশ যৌথ ভাবে তদন্ত চালিয়ে গ্ৰফতার করে অভিযুক্ত ভুয়ো ডাক্তারকে। পুলিশের জেরায় ধৃত ব্যাক্তি চিকিৎসা করার মতো কোন মেডিকেল সার্টিফিকেট পুলিশকে দেখাতে পারেননি। প্রেসক্রিপশনে স্বনামধন্য চেষ্ট মেডিসিনের ডাক্তার ইন্দ্রনীল বোসের নাম ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করতেন । এই ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রবল উত্তেজনার সৃষ্টি হয়েছে। এতদিন তারা যাকে ডাক্তার হিসেবে বিশ্বাস করেছেন তিনি যে আসলেই একজন প্রতারক তা বুঝতেই পারেনি।
এই চক্রের পিছনে অন্য কেউ আছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছেন।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা