*নিম্নচাপের ধাক্কা এবং ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস*
নবনীতা পাল :Rong News
সকাল থেকে আকাশের মুখ ভার। সেই সঙ্গেই বইছে ঠাণ্ডা হাওয়া। কোথাও কোথাও আবার শুরু হয়েছে দু-এক পশলা বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে নিম্নচাপ ও প্রাক বর্ষার জেরে বাংলায় আপাতত দুর্যোগ।
উপকূলবর্তী জেলায় শুরু হয়েছে ভারী বৃষ্টি।
আগেই জানা গিয়েছিল, জুন মাসের প্রথম সপ্তাহে রাজ্যে বর্ষা প্রবেশ করতে পারে। তবে তার আগেই একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ইতিমধ্যেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও শক্তি বৃদ্ধি করবে ও গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে।
এর প্রভাবে আজ থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি শুরু হয়েছে। আজ ও শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে পূর্বাভাস। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে বলে খবর।
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২-৩ দিনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করবে। আজ উত্তরের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কোচবিহার ও উত্তর দিনাজপুরের দু-এক জায়গায় তুমুল বর্ষণের সম্ভাবনা
উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই রাজ্যের নানান জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। যার জেরে ভ্যাপসা, অস্বস্তিকর গরম আপাতত নেই। আবহাওয়া দফতর জানাচ্ছে, সপ্তাহভর বাংলার নানা জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে এখনই ফের গরমের দাপট বাড়বে না বলে অনুমান করছেন অনেকে।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা