দুয়ারে হাজির বর্ষা
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
রাজ্যবাসীর জন্য সুখবর। তীব্র গরমের দাবদাহ থেকে মুক্তি পেতে আগামী দুদিনের মধ্যে বর্ষা প্রবেশ করতে চলেছে রাজ্যে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের হাত ধরে বস্তুত সময়ের কিছুটা আগেই বর্ষা আসতে চলেছে রাজ্যে। বর্ষার বিষয়ে আজ তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। জানা গিয়েছে, নিম্নচাপটি তার শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে যার জেরে বৃহস্পতিবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে শহর কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদে। পূর্বাভাস রবিবারের মধ্যে প্রবল বর্ষনে ভাসবে দক্ষিণবঙ্গ। এছাড়াও বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। বর্ষনে বাদ যায়নি উত্তরবঙ্গ। সেখানে আগেই শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, উত্তরবঙ্গে যথেষ্ট সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর হাত ধরে দার্জিলিঙ, কালিম্পং ও সিকিমে দুদিনের মধ্যে ঢুকছে বর্ষা। বৃষ্টি হবে দুই দিনাজপুর ও জলপাইগুড়িতেও। নিম্নচাপের কারণে সমুদ্র হবে উত্তাল। ফলে মৎস্যজীবিদের সমুদ্রে যেতে নিষেধ করে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা