কাজের ভার রয়েছে ‘ডেনভার’

Views: 54
2 0

কাজের ভার রয়েছে ‘ডেনভার’

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

অফিসে প্রবল কাজের চাপে ভারাক্রান্ত হলে কুছ পরোয়া নেই, ভার কমাতে এসে গিয়েছে ডেনভার। চারপায়ে গুটিগুটি লেজ নাড়িয়ে ঘুরে ঘুরে এ টেবিল থেকে সে টেবিল করে গোটা অফিস জুড়ে দিব্যি টহল দিয়ে চলেছে সে। জুটছে সহকর্মীদের থেকে আদর। অফিসের কাজ চলছে জোরকদমে। সোনালি লোমের অধিকারী ডেনভার সংস্থার চিফ হ্যাপিনেস অফিসার।

বর্তমান সময়ে কাজের চাপে যথেষ্ট ভারাক্রান্ত থাকেন কর্মীরা। চাপের কারণে মনোযোগের অভাব ঘটে। দেখা দেয় নানা রকম শারীরিক সমস্যাও। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে ডেনভার নামে একটি গোল্ডেন রিট্রিভার প্রজাতির কুকুরকে তাদের দপ্তরে কাজের দায়িত্ব দিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছে হায়দরাবাদের হারভেস্টিং রোবোটিক্স নামে একটি সংস্থা। সেখানে ‘চিফ হ্যাপিনেস অফিসার’ হিসাবে নিয়োগপ্রাপ্ত কুকুরের খবর সমাজ মাধ্যমে দিয়েছেন খোদ সংস্থার কর্ণধার রাহুল আরাপাকা। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ডেনভারের খবরে চমকে গিয়েছে তামাম নেট দুনিয়া।

জানা গিয়েছে, লেজারের সাহায্যে কৃষিকাজে সহায়তা করে থাকে হায়দরাবাদের হারভেস্টিং রোবোটিক্স। প্রযুক্তির ব্যবহার করে আগাছা ও পোকামাকড় মেরে কৃষকদের সহায়তা করে থাকে এই সংস্থা।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মীদের ওপর যথেষ্ট কাজের চাপ রয়েছে। তাঁদের শারীরিক সক্ষমতা ও মানসিক স্ফূর্তির জন্য তাই বিদেশের ধাঁচে কুকুরের নিয়োগ করা হয়েছে।সংস্থার পক্ষ থেকে সামনে আনা হয়েছে একটি সমীক্ষার রিপোর্ট যেখানে বলা হচ্ছে যে পোষ্য প্রাণীদের সংস্পর্শে এসে ৯১ শতাংশ কর্মীদের মানসিক স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হয়েছে। তাঁদের কাজের প্রতি আরও মনোযোগী হয়েছেন। ৮৭ শতাংশ কর্মী তাঁদের মধ্যে পোষ্য প্রাণীদের চাইছেন। চিফ হ্যাপিনেস অফিসার হিসাবে কাজ করে চলেছে ডেনভার। উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা।

 

 

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী

ম্যানেজার – বুবুন মাইতি

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – রাকেশ শর্মা

Happy
Happy
1
Sad
Sad
0
Excited
Excited
2
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *