সুখোই যুদ্ধবিমানের চাকা জগন্নাথের রথে
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
এবার সুখোই যুদ্ধবিমানের চাকা লাগিয়ে কলকাতা মহানগরের রাজপথে চলবে জগন্নাথদেবের রথ। রানওয়েতে ঘন্টায় ২৮০ কিমি গতিতে ছোটা সুখোই যুদ্ধবিমানের চাকা লাগতে চলেছে জগন্নাথদেবের রথে। ২৭শে জুন জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে তেমনই অভিনব ও চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছে ইসকন।
পহেলগাঁও কান্ডের জবাবে ভারতের অপারেশন সিঁদুরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সুখোই যুদ্ধবিমান। সেই বিমানের চাকাই এবার রথে বসতে চলেছে। ইসকন সূত্রে জানা গিয়েছে, প্রতি বছরের মতো এবারেও কলকাতায় চলবে জগন্নাথদেবের রথ। সঙ্গে যথারীতি সুভদ্রা ও বলরামের রথও থাকছে। প্রতি বছর দিনটিতে রথ টানতে পথে নামেন বহু মানুষ। কলকাতায় ইসকনের মূল মন্দির অ্যালবার্ট রোড থেকে দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে এসে শেষ হবে রথযাত্রা। জগন্নাথের রথ নন্দীঘোষের রথের চাকা টায়ারের তৈরি যা আরও মজবুত করতে বদলে ফেলা হচ্ছে। পুরনো চাকা বদলে লাগানো হচ্ছে চার ফুট ব্যাস ও ১১০ কেজি ওজনের সুখোই যুদ্ধবিমানের চাকা। নতুন চাকা লাগিয়ে ট্রায়াল রান হয়ে গিয়েছে বলে জানিয়েছে ইসকন। ইসকনের বক্তব্য, এতে জগন্নাথদেবের রথযাত্রা আরও মসৃণ ও নিরাপদ হবে।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
