২১ বছরেই আইএএস আস্থা
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
ফের একবার নারীশক্তির জয়গান। কোনোরকম আলাদা প্রস্তুতি ছাড়াই মাত্র ২১ বছর বয়সে সর্বকনিষ্ঠ পরীক্ষার্থী হিসাবে দেশের সর্বোচ্চ প্রশাসনিক চাকরি আইএএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিরল নজির স্থাপন করলেন পাঞ্জাবের আস্থা সিং। সারা ভারতের সমস্ত পরীক্ষার্থীদের মধ্যে তাঁর স্থান ৬১তম। আস্থা নিজেই জানিয়েছেন যে আইএএস পরীক্ষার জন্য কোনোরকম আলাদা প্রস্তুতি তিনি নেননি। আইএএস পরীক্ষার দুর্নিবার আকর্ষণের পাশাপাশি নিজের আত্মবিশ্বাসের ওপর ভর করেই তাঁর এই সাফল্য বলে জানিয়েছেন আস্থা।
বর্তমানে পাঞ্জাবের জিরাকপুরের বাসিন্দা আস্থার জন্ম পঞ্চকুলায়। বাবা ব্রজেশ সিং একটি বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী সংস্থার ম্যানেজার। মা শালিনী গৃহবধূ। দিল্লির শ্রীরাম কলেজ অফ কমার্স থেকে পাশ করা আস্থা অর্থনীতির ছাত্রী। তবে প্রশাসনিক চাকরিতে তিনি একেবারেই আনকোরা নন। ২০২৪ সালে হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় ৩১তম স্থান অধিকার করে অ্যাডিশনাল এক্সাইজ ও ট্যাক্সেশন অফিসার হিসাবে কাজে যোগ দেন তিনি। সেটিও রেকর্ড। কিন্তু মাত্র কয়েক মাস কাজ করেই আইএএস পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেন আস্থা। আর প্রথম চেষ্টাতেই বাজিমাৎ করে দেশজুড়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন তিনি।
নতুন কাজে যোগ দিয়ে প্রশাসনিক আধিকারিক হিসাবে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের দিকে মনোযোগ দিতে চান আস্থা সিং। নারীদের নিয়ে বিশেষ কাজ করতে চান তিনি। তাঁর কথায়, সমাজে নারীদের নিজেদের অধিকার ও বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সম্পর্কে সচেতনতার পাশাপাশি নারীর নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিয়ে স্বয়ংসম্পূর্ণ করতে পারাই তাঁর অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন আস্থা সিং।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা