*অটো চালকের রহস্য মৃত্যু ঘিরে তোলপাড় হাওড়ায়!*
নবনীতা পাল , Rong News
রবিবার রাতে বাউরিয়া থেকে রাস্তার ধারে নয়ানজুলি থেকে উদ্ধার পাঁচলার বাসিন্দা বছর সাতাশের পুষ্পেন্দু রায় পেশায় অটো চালক। রাণীহাটি আলামপুর রুটের অটো চালক হলে কীভাবে বাউরিয়া পৌঁছালো তা নিয়ে উঠছে প্রশ্ন।
অভিযোগ সন্ধ্যে সাতটা নাগাদ বাড়িতে ফোন করে ফেরার কথা জানালেও এক ঘন্টা পরেই আসে দু:সংবাদ। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পুষ্পেন্দুর।
এমনকি অভিযোগ কয়েকদিন আগে অটো স্ট্যান্ডে ব্যাটারি কেনা নিয়ে বচসায় জড়িয়ে পড়েছিলেন পুষ্পেন্দু। তখন বেশ কয়েকজন তাকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছিল। পরিবারের দাবি তাঁদের পরিবারের ছেলেকে খুন করা হয়েছে।
সোমবার বিকালে স্থানীয় এক যুবককে ধরে হেনস্থা করতে থাকে পুষ্পেন্দুর পড়শিরা। ক্লাবে আটকে সেই যুবককে মারধর করা হয় বলে অভিযোগ। পাঁচলা থানার পুলিশ এসে জনতার হাতে আটক যুবককে উদ্ধার করতে এলে আক্রান্ত হতে হয় পুলিশকেও।
এরপরেই বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের ওপর হামলা ও আইন নিজেদের হাতে তুলে নেওয়ার অভিযোগে পুলিশ গ্রামের ২৫ জনকে আটক করেছে। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যু মামলা রাজু করে পুষ্পেন্দুর মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করে বাউরিয়া ও পাঁচলা থানার পুলিশ।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
