*আমেদাবাদ বিমান দুর্ঘটনায় স্টক মার্কেটে ব্যাপক ধ্বস; দুশ্চিন্তায় বিনিয়োগকারী*
নবনীতা পাল: Rong News
আমেদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার জেরে ভারতের শেয়ার বাজারও টালমাটাল হয়ে গিয়েছে। বৃহস্পতিবার বেশ খানিকটা পতনে বন্ধ হয়েছে বাজার। এর মধ্যে বিমান দুর্ঘটনার প্রত্যক্ষ প্রভাবে ধস নেমেছে অনেক এয়ারলাইনস স্টকে। বেশ কিছু বিমান সংস্থার শেয়ারে এসেছে পতন। টেক অফের পরেই লণ্ডনগামী এয়ার ইন্ডিয়া বোয়িং ৭৮৭-৮ বিমানটি আমেদাবাদে আছড়ে পড়ে। এই ঘটনার জেরে শেয়ার বাজারেও হুলুস্থুল পড়ে যায়।
ইন্ডিগো বিমান সংস্থার প্যারেন্ট সংস্থা ইন্টারগ্লোব অ্যাভিয়েশনের শেয়ারের দাম আজকের বাজারে এক ধাক্কায় ৩.০১ শতাংশ পড়ে গিয়েছে। আরেকটি বিমান সংস্থা TAAL এন্টারপ্রাইজ লিমিটেডের শেয়ারের দাম ৩.৮৪ শতাংশ পড়ে গিয়েছে। স্পাইসজেটের স্টকের দামও আজ ১.৮৫ শতাংশ পড়ে গিয়েছে। আর সবশেষে গ্লোবাল ভেক্ট্রা হেলিকর্প লিমিটেডের শেয়ারের দাম ০.৯৬ শতাংশ পড়ে গিয়েছে।
টাটা গ্রুপের স্টকেও পতন
এই বিমান দুর্ঘটনার প্রভাব শুধু যে এয়ারলাইনস সংস্থার স্টকে পতন এনেছে এমনটা নয়। টাটা গ্রুপের বেশ কিছু স্টকের দামেও আজ ব্যাপক পতন এসেছে। যে কনগ্লোমারেট সংস্থা এয়ার ইন্ডিয়ার মালিকানা নিয়ে রেখেছে, সেগুলির শেয়ারের দামও পড়েছে। টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন সংস্থার শেয়ারে সবথেকে বেশি পতন এসেছে ৩.৬২ শতাংশ পড়েছে দাম। টাটা কেমিক্যালসের শেয়ার পড়েছে ২.৫৫ শতাংশ। এছাড়া টাটা পাওয়ার, টাটা এলেক্সি, টাটা স্টিল, টাটা কনজিউমার প্রোডাক্টস, টাটা টেকনোলজিস সংস্থার শেয়ারগুলিতেও ২ শতাংশের বেশি পতন এসেছে।
বৈশ্বিক স্তরে বিমান সংস্থার উপর নেতিবাচক মনোভাব দেখা দিয়েছে। প্রি-মার্কেট ট্রেডিংয়ে বোয়িং সংস্থার শেয়ার ৫.১৪ শতাংশ পতনে ছিল মার্কিন বাজারে।
ভারতের ডিজিসিএ নিশ্চিত করেছে যে এই বিমানে ২৪২ জন আরোহী ছিলেন এবং এদের মধ্যে ২ জন পাইলট ও ১০ জন কেবিন ক্রু সদস্য ছিলেন। সাম্প্রতিক সংবাদসূত্রে জানা যাচ্ছে বিমানের ২৪২ জন যাত্রীরই মৃত্যু হয়েছে। জানা গিয়েছে বিমান ভেঙে পড়ার আগে ‘মে ডে কল’ দিয়েছিলেন পাইলট।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
