১৫ দিনেই মিলবে ভোটার কার্ড
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
আবেদন করার পর দীর্ঘ অপেক্ষার অবসান। নাগরিকদের জন্য সুখবর আনল ভারতের নির্বাচন কমিশন। এবার আবেদনের ১৫ দিনেই মিলবে ভোটার কার্ড। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটার কার্ড সংক্রান্ত পরিষেবায় গতি ও নাগরিকদের সুবিধার কথা ভেবে এই সিদ্ধান্ত। কমিশন জানিয়েছে, NVSP পোর্টালে প্রয়োজনীয় নথি সহ ৬ নম্বর ফর্ম ভর্তি করে অনলাইনে আবেদন করলেই মাত্র ১৫ দিনেই মিলবে ভোটার কার্ড।
২০২৬য়ে দরজায় কড়া নাড়তে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচন। এর পাশাপাশি বিধানসভা নির্বাচন হবে অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে। তার আগে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ ভোটার তালিকা তৈরি ও নাগরিকদের সুবিধার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোটার কার্ড তৈরি থেকে তা নাগরিকদের হাতে দ্রুত পৌঁছাতে ব্যবহার করা হবে ‘রিয়েল টাইম ট্র্যাকিং সিস্টেম’। তৈরি হওয়ার পর কার্ড কতদূর পৌঁছেছে তা জানা যাবে এই উন্নত সিস্টেমের মাধ্যমে। নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, কার্ড তৈরির প্রতিটি পর্যায় এসএমএসের মাধ্যমে পৌঁছে যাবে আবেদনকারীর মোবাইলে। এই পরিপ্রেক্ষিতে নয়া আইটি মডিউল চালু করছে নির্বাচন কমিশন যা ভারতীয় ডাক বিভাগের সঙ্গে সংযুক্ত। কমিশনের দাবি, নয়া ব্যবস্থায় সহজ পদ্ধতিতে দ্রুত ভোটার কার্ড পেয়ে যাবেন নাগরিকরা এবং তাঁদের কার্ড ও সমস্ত তথ্য থাকবে সুরক্ষিত।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা