*৪০ কিমি বেগে বইবে ঝড়; অতিবৃষ্টির পূর্বাভাস দুই বঙ্গ জুড়ে*
নবনীতা পাল:Rong News
মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপের যৌথ প্রভাব, এর জেরেই টানা বৃষ্টি চলবে গোটা রাজ্যে। গত দু’দিন থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছে। আজও সেই ধারা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
২৩ জুন পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতি ও শুক্রবার দু’দিনই বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উপকূলবর্তী জেলা গুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে কলকাতাতেও। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে। মঙ্গলবার থেকে ফের পরিস্থিতি বদলাতে পারে। আবহাওয়ার উন্নতির সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রাও।
গত কয়েকদিন তাপপ্রবাহে পুড়েছে দক্ষিণবঙ্গ। তবে চলতি সপ্তাহের শুরু থেকেই তাপমাত্রা কমেছে। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত একই রকম থাকবে তাপমাত্রা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিনে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলতি সপ্তাহে একই রকম থাকবে তাপমাত্রা।
উত্তরবঙ্গেও বৃষ্টি চলছে। বৃহস্পতিবার ঝড়বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ। সতর্কতা জারি রয়েছে সমস্ত জেলাতেই।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা