ফের বিমান বিভ্রাট
নম্রতা মুখার্জী, Rong News
একটা ঘা শুকোনোর আগেই আবার একটা দগদগে ঘা হতে গিয়েও হয় নি। আজ,অর্থাৎ বুধবার ফের বিভ্রাটের মুখে পড়ে ইন্ডিগোর একটি বিমান। ইন্ডিগোর 6E 6312 বিমানটি দিল্লি থেকে রায়পুর এসেছিল। কিন্তু সেটি ল্যান্ড করার পরেই হয় বিপত্তি। বিমানটি দুপুর ২:২৫ নাগাদ রায়পুরের বিরনারায়ণপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সূত্রের খবর, বিমানটি ল্যান্ড করার পর আধ ঘণ্টা কেটে গেলেও মূল দরজা খোলেই নি। কেবিন ক্রুরা বুঝতে পারেন, গেটের সঙ্গে যুক্ত কেবিন স্ক্রীনে কোনো সিগন্যাল আসছে না। যে কারণেই দরজার লক খুলছে না। এই সমস্যা মিটতে প্রায় আধ ঘণ্টা সময় লেগে যায় । ওই বিমানের যাত্রীদের মধ্যে ছিলেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা ভুপেশ বাঘেল, ছত্তিশগড়ের বিধায়ক চতুরী নন্দ এবং রায়পুরের মেয়র মীনাল চৌবে।সৌভাগ্যবশত, প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ বিমানের সব যাত্রীই সুস্থ ও স্বাভাবিক।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
