পুজো অর্চনায় কোন আসনে কী ফল

Views: 118
2 0

পুজো অর্চনায় কোন আসনে কী ফল

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

পুজো, অর্চনা, ধ্যান, জপ, হোম, যজ্ঞাদি ক্রিয়াকর্ম যাই করা হোক না কেন আসনে বসেই সকলে তা করেন। করা উচিত। আর সেখানেই রয়েছে প্রাচীন ভারতের সাধু সন্ন্যাসীর থেকে গুরু শিষ্য পরম্পরায় প্রাপ্ত জ্ঞান। সেই জ্ঞানের মধ্যে অবশ্যই রয়েছে আসনের বিষয়ে কিছু কথা। যুগে যুগে, কালে কালে মুক্তিকামী সাধু সন্তেরা বিভিন্ন স্থানে পেতেছেন তাঁদের সাধন আসন। করেছেন সাধনা। ফলে আসনের একটি বড়ো গুরুত্ব থেকেই যায়। সেই বিষয়েই আলোকপাতের চেষ্টা। বর্তমান সময়ে গ্রাসাচ্ছাদনের লড়াইয়ে তীব্র গতিতে ছুটে চলা সংসারী মানুষের আধ্যাত্মিক সুফল পেতে নিজ নিজ ইষ্টদেবদেবীর উদ্দেশ্যে পুজো, জপে অবশ্যই আসন একটি অতি আবশ্যক ও জরুরি বিষয়।

 

প্রথমেই বলা যাক কোনোও আসন না পেতে, সরাসরি মাটিতে বসে পূজার্চনা, জপতপ করলে কোনোও সুফল লাভ হয় না। উল্টে নানা ধরনের শারীরিক ও মানসিক কষ্টে পড়তে হয় মানুষকে। বাড়তে থাকে সাংসারিক অশান্তি। আবার কিছু আসন আছে যা কিনা একপ্রকার নিষিদ্ধ। কোনোও কাঠের তৈরি আসন যেমন পিঁড়ি বা চেয়ারে বসেও জপ, ধ্যান বা সাধনা করতে নেই। এতে দুর্ঘটনায় পড়ার আশঙ্কা থাকে। তবে শারীরিক কারণে একান্ত অপারগ হলে চেয়ারের ওপর কম্বলের আসন পেতে ধ্যান, জপ করা যেতে পারে। এতে কিছুটা কুফল এড়ানো সম্ভব। যে কোনও গাছের পাতার তৈরি আসনে বসে জপতপ করলে মনের একাগ্রতা নষ্ট হয়। এছাড়া চলবে না পাথর বা বাঁশের তৈরি আসন। এতে একের পর এক রোগভোগ ও অশান্তির সূত্রপাত ঘটে।

 

সাধন ভজনে অত্যন্ত শুভ হরিণের চামড়ার আসন। এই আসনে বসে পূজার্চনা, জপতপ করলে তা সিদ্ধিলাভের সহায়ক হয়। খুবই ভালো বাঘের চামড়ার আসন। এতে বসে জপতপ করলে ভৌতিক ও পারলৌকিক বিষয়ের সাধনায় সিদ্ধিলাভ হয়। তন্ত্র সাধনায় উন্নতি লাভের সহায়ক হয় এই ধরনের আসন। তন্ত্রশাস্ত্র অনুযায়ী অত্যন্ত শুভ ও পবিত্র বেত বা কুশের তৈরি আসন। বেতের আসনে বসে ধ্যান, জপ করলে সংসারে শান্তি আসে। পারলৌকিক ক্রিয়াকর্ম অর্থাৎ শ্রাদ্ধ, তর্পণ ইত্যাদিতে কুশাসন প্রশস্ত। এছাড়া আধিভৌতিক প্রভাব থেকে মুক্ত হওয়ার পাশাপাশি সাংসারিক ও মানসিক অশান্তি দূর হয় কুশাসনে বসে জপতপ করলে। ভেড়ার লোম থেকে তৈরি কম্বলের আসনকে অত্যন্ত শুদ্ধ ও লাভদায়ী বলা হয়েছে তন্ত্রশাস্ত্রে। এর মধ্যে কালো কম্বলের আসন সবসময়ই প্রশস্ত যার ওপরে বসে জপতপ করলে চঞ্চলতা দূর হয়ে মানসিক প্রশান্তি আসে। লাল কম্বলের আসন শক্তি সাধনায় অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। তবে কালো বা লাল যাই হোক না কেন সাধন জীবনের উন্নতিতে বিশেষ সহায়ক হওয়ার পাশাপাশি শুভ ফল লাভ হয় কম্বলের আসনে।

 

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী

ম্যানেজার – বুবুন মাইতি

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – রাকেশ শর্মা

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
2
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *