জন্ম দেবে রোবট মা

Views: 83
1 0

জন্ম দেবে রোবট মা

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

আসছে রোবট মা। নতুন বছরে বন্ধ্যাত্বের চিকিৎসায় নয়া দিশা দেখাতে চলেছেন চীনা বিজ্ঞানীরা। টেস্ট টিউব বেবি, আইভিএফ বা ইন ভিট্রো ফার্টিলাইজেশনের মতো আধুনিক চিকিৎসাকে পিছনে ফেলে এবার সন্তানের জন্ম দিতে চলেছে রোবট। সমীক্ষা বলছে গোটা বিশ্ব জুড়ে বন্ধ্যাত্বের শিকার প্রায় ১৫ শতাংশ মানুষ। রোবোটিক বার্থের মাধ্যমে সেই সমস্যার যথাযথ সমাধান হবে বলে দাবি বিজ্ঞানীদের। সূত্রের খবর, চীনের গুয়াংঝুর কাইওয়া টেকনোলজি সংস্থা ও সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের যৌথ উদ্যোগে সামনে আসতে চলেছে এই যুগান্তকারী আবিষ্কার।

 

গবেষকদের তরফে বিজ্ঞানী ডঃ ঝ্যাং কিফেং জানিয়েছেন, গর্ভধারণ থেকে সন্তান প্রসবের গোটা প্রক্রিয়াই সম্পন্ন করবে রোবট। তিনি আরও জানিয়েছেন, অনেকেই আছেন যাঁরা বন্ধ্যাত্ব ছাড়াও শারীরিক দুর্বলতার কারণে বা ইচ্ছার বিরুদ্ধে নিজের শরীরে সন্তান ধারণ করতে নারাজ। অথচ তাঁরা সন্তান নিতে ইচ্ছুক। তাঁদের সকলের জন্য এই ব্যবস্থা অত্যন্ত কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। প্রক্রিয়াটি সম্পর্কে আলোকপাত করতে গিয়ে তিনি জানান, একটি কৃত্রিম জরায়ুতে মানব ভ্রূণ রাখা হবে। সেটির মধ্যে বিশেষ ধরনের নলের সাহায্যে প্রবেশ করবে প্রয়োজনীয় পুষ্টি উপাদান। এরপর কৃত্রিম জরায়ুটিকে প্রতিস্থাপন করা হবে রোবটের মধ্যে। সময়মতো সন্তান ভূমিষ্ঠ করাবে রোবট মা।

সূত্রের দাবি, গোটা প্রক্রিয়াটির খরচ হতে পারে ১ লক্ষ ইউয়ান বা ১৪ হাজার মার্কিন ডলার। তবে সাধারণ ভাবে শরীরের মধ্যে বেড়ে ওঠা শিশুর সঙ্গে জন্মদাত্রী মায়ের যে অচ্ছেদ্য সম্পর্ক তা রোবটের মাধ্যমে পাওয়া সম্ভব কিনা সে নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বিজ্ঞানীরা বলছেন, প্রশ্ন যাই থাক এটিকে বিজ্ঞানের অগ্রগতি হিসাবেই দেখা উচিত।

 

 

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা

Happy
Happy
1
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *