হারিয়ে যেতে পারে রামধনু
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
হারিয়ে যেতে পারে রামধনু। একটা সময়ের পর তা আর দেখা যাবে না বিশ্বের বেশিরভাগ অঞ্চল থেকেই। তেমন আশঙ্কার কথাই শুনিয়েছেন বিজ্ঞানীরা। এর জন্য বিশ্ব উষ্ণায়ন ও আবহাওয়ার খামখেয়ালিপনাকে দায়ী করেছেন তাঁরা। এর সঙ্গে যোগ হয়েছে মাত্রাছাড়া পরিবেশ দূষণ। বিজ্ঞান বলছে, প্রাকৃতিক ভাবে বৃষ্টির জলকণার মধ্যে দিয়ে আসা আলো সাত রংয়ে ভেঙে সৃষ্টি হয় রামধনু। এটি প্রকৃতির এক বিস্ময়। কিন্তু ভবিষ্যতে এই প্রাকৃতিক বিস্ময়ের থেকে বঞ্চিত হতে চলেছে মানুষ। বিজ্ঞানীরা নির্দিষ্ট করে জানিয়েছেন, কম বৃষ্টিপাত বা অতি বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আকাশ রামধনুর পক্ষে বিশেষ বাধা হয়ে দাঁড়াতে চলেছে। বর্তমানে রামধনু ওঠা এমনিতেই কমে এসেছে। ২১০০ সাল নাগাদ আকাশে রামধনু ওঠা কমে যেতে পারে প্রায় ৩৪ শতাংশের আশেপাশে। এর পাশাপাশি পার্বত্য অঞ্চলে আবার সামান্য কিছুটা বাড়তে পারে রামধনু ওঠা। ফলে অদূর ভবিষ্যতে হয়তো ইংরেজিতে ‘ভিবজিওর’ বা বাংলায় ‘বেনীআসহকলা’ মুখস্থ করতে বসবে না কোনোও পড়ুয়া। মুগ্ধ হবে না বৃষ্টির পর আকাশ জোড়া সাত রংয়ের আলোর বিচ্ছুরণ দেখে। হয়তো বা পাঠ্য বইয়ের ছবি দেখেই সন্তুষ্ট থাকতে হবে তাদের।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা
