বন্ধ হতে চলেছে অনলাইন জুয়া; লোকসভায় বিল পাশ

Views: 16
0 0

*বন্ধ হতে চলেছে অনলাইন জুয়া; লোকসভায় বিল পাশ*

 

নবনীতা পাল :Rong Bews

 

নেটিজেনদের অনেকাংশেই সাড়া ফেলেছিল অনলাইন গেমিং অ্যাপ গুলো। কিন্তু এবার লোকসভায় বিল পাশ হয়ে গেছে। এবার অনলাইন জুয়ায় তালা পরতে চলেছে। এবার বন্ধ হয়ে যাচ্ছে সকল অনলাইন গেমিং অ্যাপ যেমন ড্রিম ১১, উইনজো, পোকার, রামি, এমপিএল ইত্যাদি। এবার থেকে যে বা যারা এই খেলা খেলবে বা খেলাবে তাদের ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করা হবে। শুধু তাই নয়, ১ কোটি টাকা জরিমানা সহ তিনবছর পর্যন্ত জেল বন্দি করে রাখা হবে। গত ২০ শে অগাষ্ট ইউনিয়ন মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজির মিস্টার অশ্বিনী বৈষ্ণব এই বিল পাশ করেন।বিল পাশ করার সময় তিনি বলেন ইতিমধ্যেই বহু মানুষ এই জুয়ায় অংশ নিয়ে ২০ হাজার কোটি টাকা খুইয়েছেন। গত আড়াই বছরে বহু মানুষ নিঃস্ব হয়ে প্রাণঘাতী হয়েছেন। অশ্বিনী বৈষ্ণব নিজের দায়িত্বে পার্লামেন্টে বিল পেশ করে দিয়েছেন। তাহলে কি আর কখনও আইপিএলের টিম বানানো যাবে না? বড় বড় সেলিব্রিটি দের এই অ্যাপ এর অ্যাডে দেখা যাবে না,? চলুন জেনে নেওয়া যাক।

 

ভারতবর্ষে বর্তমানে অনলাইন গেমিং অ্যাপ এর ভ্যালুয়েশন ১ লক্ষ ৯৩ হাজার ২০০ কোটি টাকা। এই অ্যাপ গুলো থেকে জি এস টি মারফত সরকারের আয় হতো বছরে প্রায় ১০ হাজার কোটি টাকা। তাই এতদিন সবাই বলত সরকার এই অ্যাপ গুলো থেকে যখন টাকা পাচ্ছে তখন কখনওই এই জুয়া খেলা বন্ধ হবে না। কিন্তু না, এবার সত্যিই বন্ধ হতে চলেছে এই জুয়ায় আড্ডা। কারণ অশ্বিনী বৈষ্ণব একজন সরকারি মন্ত্রী। তিনি লোকসভায় যখন বিল পেশ করেছেন, তখন যারা সমর্থন করেছেন তারা সকলেই সরকারি মন্ত্রী। কিন্তু সরকারি মন্ত্রীরা হঠাৎ এই অ্যাপ বন্ধের জন্য এগিয়ে কেনো আসলেন? কারণ তরুণ প্রজন্ম কোটি কোটি টাকা জেতার লোভে এই গেমে আসক্ত হয়ে পরছে। কেউ কেউ লাখ লাখ টাকা খুইয়ে আত্মঘাতী হচ্ছেন। এছাড়া যে টাকা খোয়া যাচ্ছে, সেই টাকা পাওয়ার জন্য তরুণ প্রজন্ম অপরাধমূলক কাজে লিপ্ত হচ্ছে। এতদিন আইনের ফাঁক দিয়ে গলে এই অ্যাপ গুলো নিজেদের স্কিল বেসড অ্যাপ বলে চালাত। আর এই অ্যাপে যারা টাকা ঢালত তারাও ব্যাপারটা স্কিল নির্ভর বলেই চালাত। কিন্তু লোকসভায় বিল পাশ করে বলা হয়েছে, যে সকল অ্যাপের সাথে আর্থিক ঝুঁকি বা আর্থিক ক্ষতি জড়িয়ে আছে, সেই সকল অ্যাপ অবিলম্বে নিষিদ্ধ হবে। তাহলে অনলাইনে খি কোনো গেম খেলা যাবে না? অবশ্যই খেলা যাবে। যেমন লুডো, পোকি, ক্যারাম, মিনিক্লিপ ইত্যাদি যে সকল গেমের সাথে আর্থিক ঝুঁকি বা টাকা পয়সার কোনো সংযোগ নেই সেগুলো খেলা যাবে। আর বিল পাশ যখন হয়ে গেছে, তখন এবার যারা ওইসব অ্যাপ মারফত জুয়া খেলবে, তাদের ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করা হবে। এছাড়া কোনো সেলিব্রিটি যদি এই ধরণের জুয়ার অ্যাপ প্রোমোট করেন, তবে তারও ২ বছরের জেল এবং ৫০ লক্ষ টাকা জরিমানা পর্যন্ত দিতে হবে। ভারতের কয়েক লক্ষ মানুষ চাকরি করে এই অনলাইন গেমিং সেক্টরে। তাই এখানে তালা পরা মানে লক্ষ লক্ষ মানুষের চাকরি চলে যাবে। এছাড়াও, ভারতবর্ষের অর্থনীতি তে এর বিরাট প্রভাব পরবে। তাই গেমিং অ্যাপ গুলো চেষ্টা করবেন যাতে এই বিল পাশ না হয়। এই জন্য কয়েক হাজার কোটি টাকা লেনদেন হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কিছু দিনের মধ্যে। এখন শুধু অপেক্ষা সম্পূর্ণরূপে গেমিং অ্যাপ নিষিদ্ধ হওয়ার।

 

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *