*খড়দহ বিটি রোডে স্কুল বাসের ধাক্কা,মৃত এক, আহত দুই*
নবনীতা পাল Rong News
খড়দহের বিটি রোডে বড় দুর্ঘটনা। স্কুল বাসের ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহীর, আহত হয়েছেন দুজন। এই দুর্ঘটনার জেরে এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে আসে খরদহ থানার বিশাল পুলিশবাহিনী।
খড়দহের টাটা গেট সংলগ্ন বিটি রোডে সাইকেলে রাস্তা পার হচ্ছিলেন বাবলু সাউ নামে এক ব্যক্তি। অত্যন্ত দ্রুত গতিতে সেই সময় খড়দহের দিক থেকে টিটাগরের দিকে যাচ্ছিল একটি স্কুল বাস।সিগন্যাল বন্ধ থাকা অবস্থায় দ্রুত গতিতে স্কুলবাসটিকে ধাক্কা মারে সাইকেল আরোহী-সহ দু’জনকে। বাসের চাকার তলায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় সাইকেল আরোহী বাবলু সাউয়ের।
আহত দু’জনকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ঘটনার পর বাস আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় পথ অবরোধ করে এলাকার মানুষজন।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা