৫৫ বছরে ১৭ সন্তানের মা
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
মাথার ওপর ছাদ না থাকলেও কুছ পরোয়া নেই। স্বামী, সন্তান, নাতি নাতনি নিয়ে ভরা সংসার। রাস্তায় কাগজ কুড়িয়ে তা বিক্রি করে কষ্টেসৃষ্টে সংসার চলে। মাথায় ত্রিপলের ছাউনি দিয়ে পথের ধারে বাস। আর তার মধ্যেই ৫৫ বছর বয়সে ১৭তম সন্তানের জন্ম দিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন রাজস্থানের উদয়পুর জেলার ঝাড়োল ব্লকের বাসিন্দা রেখা কালবেলিয়া। সূত্রের খবর, স্বামী, ছেলেমেয়ে ও নাতি নাতনি সহ রীতিমতো দলবেঁধে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হতে যান রেখা। প্রসূতির সঙ্গে এত বড়ো দল দেখে ঘাবড়ে যান চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। শোরগোল পড়ে যায় গোটা স্বাস্থ্যকেন্দ্র জুড়ে। ভর্তি হয়ে সেখানেই একটি পুত্রসন্তানের জন্ম দেন ওই প্রসূতি। প্রসূতির পরিবারের তরফে তাঁর স্বামী কাভরা রাম কালবেলিয়া জানান, এটি তাঁদের ১৭তম সন্তান। তিনি বলেন, সংসারের অবস্থা মোটেই ভালো নয়। একটি বাড়ি থাকলে ভালো হতো। তাঁর আক্ষেপ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাননি কারণ তাঁদের জমি বেহাত হয়ে গিয়েছে। তিনি আরও বলেন, আগের দুই একটি সন্তান জন্মের পরপর বাঁচেনি। সংসারের বেহাল দশার মধ্যেও সন্তানের জন্মকে ভগবানের দান বলে মানেন তিনি। প্রসূতির এক কন্যা শীলা বিবাহিতা। নিজের কন্যা সন্তানকে কোলে করে ভাইকে দেখতে এসে তিনি বলেন, কষ্ট করে সংসার চললেও পরিবারে নতুন সদস্য আসা সবসময়ই আনন্দের। তবে এই ঘটনায় ক্রুদ্ধ স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত স্ত্রীরোগ বিশেষজ্ঞ রোশন দারঙ্গী। তাঁর অভিযোগ, তথ্য গোপন করে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন প্রসূতি। তাঁরা এটি চতুর্থ সন্তানের জন্মের সময় বললেও বস্তুত তা ১৭তম সন্তান যা কিনা প্রসূতির স্বাস্থ্যের জন্য যথেষ্ট উদ্বেগজনক। স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গিয়েছে, মা ও শিশু দুজনেই ভালো আছে।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা