কান ধরে ওঠবস তৃণমূল কাউন্সিলরের

Views: 38
1 0

কান ধরে ওঠবস তৃণমূল কাউন্সিলরের

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

এসএসসি দুর্নীতি ইস্যুতে দলের হয়ে সব দায় স্বীকার করে নিয়ে জনগণের সামনে কান ধরে ওঠবস করলেন তৃণমূল কাউন্সিলর। সমাজ মাধ্যমে রীতিমতো ভাইরাল সেই ভিডিও। সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে অন্যতম জলন্ত বিষয় এসএসসি দুর্নীতিতে ২৬০০০ চাকরিহারা ইস্যুতে শাসক দলের মদতের কথা স্বীকার করে কান ধরে ওঠবস করেন পূর্ব মেদিনীপুরের জেলা সদর তমলুক পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থসারথি মাইতি। আরও জানা গিয়েছে, কয়েকদিন আগে ২০১৬ সালের প্যানেল বাতিলের পিছনে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ছিল বলে বোমা ফাটান দলের যুব শাখার প্রাক্তন সহসভাপতি তথা বর্তমান কাউন্সিলর পার্থসারথি মাইতি। সূত্রের দাবি, বিষয়টি সামনে আসতেই দলের মধ্যে তোপের মুখে পড়েন ওই কাউন্সিলর। তারপরই এই উলটপুরাণ। ক্ষমা চেয়ে দায় স্বীকার করে কান ধরে ওঠবস করেন তিনি। বিষয়টি নিয়ে রাজ্য বিজেপি তুমুল কটাক্ষ করলেও শাসক দলের পক্ষে একে অশনি সংকেত হিসাবে দেখছেন রাজনৈতিক পর্যবক্ষেকরা। তাঁদের মতে, বছর ঘুরলেই বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে যাবে। তার আগে বিভিন্ন দুর্নীতি ইস্যুতে রীতিমতো ব্যাকফুটে শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যে পালাবদলের হাওয়া বইছে জোরদার। প্রায় সব ক্ষেত্রেই যেখানে শাসক দলের হেভিওয়েট থেকে চুনোপুঁটি নেতাদের মৌরসিপাট্টা গেড়ে হম্বিতম্বি, দাপাদাপি চলে সেখানে প্রকাশ্যে কান ধরে ওঠবসের ঘটনা নেহাত দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতোই বিষয়। তাঁদের অনুমান দেওয়ালের লিখন বুঝতে অসুবিধা হচ্ছে না শাসক দলের।

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা

Happy
Happy
3
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *