সাসপেন্ড হুমায়ুন কবীর

Views: 16
0 0

*সাসপেন্ড হুমায়ুন কবীর*

নবনীতা পাল, Rong News

ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে বৃহস্পতিবার সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা—ধর্ম নিয়ে রাজনীতি করলে দলের সঙ্গে থাকার অধিকার নেই। আর সেই কারণেই শেষ পর্যন্ত কঠোর সিদ্ধান্ত নিতে হল।

 

দলের শীর্ষনেতৃত্বের তরফে জানানো হয়েছে, হুমায়ুন কবীরকে আগেই একবার নয়, তিনবার সতর্ক করা হয়েছিল। তাঁর লাগামহীন মন্তব্যে ক্ষুণ্ণ হচ্ছিল দলের ভাবমূর্তি। তবুও তিনি বারবার বিতর্ক তৈরি করে চলেছেন। বিশেষ করে বাবরি মসজিদ তৈরি নিয়ে তাঁর সাম্প্রতিক মন্তব্য আরও রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে দেয়।

 

ফিরহাদ হাকিম সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে স্পষ্ট বলেন, “ধর্ম নিয়ে যারা রাজনীতি করবে, তাদের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক থাকবে না।” তাঁর কথায়, দলের শৃঙ্খলাকে বারবার লঙ্ঘন করেছেন হুমায়ুন কবীর। তাই হুমায়ুন কবীরকে সাসপেন্ড করা সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনও পথ থাকল না।

 

ঘটনার বিশেষ তাৎপর্য হলো—মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সভায় যখন হুমায়ুন উপস্থিত, তখনই কলকাতায় সংবাদমাধ্যমের সামনে সাসপেনশনের ঘোষণা করেন ফিরহাদ। রাজনৈতিক মহলের মতে, এই টাইমিংই প্রমাণ করে, সিদ্ধান্ত ছিল কঠোর ও জরুরি।

দলের অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে—হুমায়ুন কবীর বিভিন্ন মঞ্চে এমন সব বক্তব্য রেখেছিলেন, যা সরাসরি তৃণমূলের রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। দল ধর্মনিরপেক্ষতার বার্তা ধরে রাখতে চাইছে। সেই জায়গায় দাঁড়িয়ে তাঁর বাবরি মসজিদ পুনর্নির্মাণ সংক্রান্ত মন্তব্য দলের অস্বস্তি বাড়ায়।

 

এমনকি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার নেতৃত্ব এবং কোর কমিটির ভবিষ্যৎ রিপোর্ট মোকাবিলা করছিল তাঁর অবস্থান। শেষ পর্যন্ত সব দিক বিবেচনা করেই দলের সিদ্ধান্ত—সাসপেনশনই একমাত্র সমাধান।

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *