*BLO দের ভাতা বৃদ্ধি পাচ্ছে, SIR এর সময়সীমা বৃদ্ধি পাচ্ছে*
নবনীতা পাল Rong News
গতকালই SIR-এর সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে, এনুমারেশন ফর্ম সংগ্রহ করা যাবে ১১ ডিসেম্বর পর্যন্ত। ৯ ডিসেম্বরের বদলে খসড়া তালিকা প্রকাশ হবে ১৬ ডিসেম্বর। সেই আবহে ফের চর্চায় উঠে আসে এ বছর বুথ লেভেল অফিসারদের বেতনবৃদ্ধির বিষয়টি। ২০১৫ সালের পর এই বছর ২০২৫ সালে বিএলও, বিএলও সুপারভাইজারদের বেতন ও ইনসেনটিভ বাড়ানো হয়েছে। সেই সঙ্গে ERO (Electoral Registration Officers) এবং AERO (Assistant Electoral Registration Officer )দেরও সাম্মানিক ভাতা চালু করা হয়েছে এই বছরই । এই সংক্রান্ত বিজ্ঞপ্তি অগাস্টেই প্রকাশ করে কমিশন। এসআইআর নিয়ে নানা খবরের আবহে এই খবরটিও উঠে এসেছে শিরোনামে।
নির্বাচন কমিশনের দ্বারা প্রকাশিত অগাস্ট মাসের বিজ্ঞপ্তি অনুসারে, বাড়ানো হয় বুথ লেভেল অফিসারদের বেতন। নির্বাচন কমিশন এর নির্দেশে ভোটার তালিকা তৈরি ও সংশোধনের কাজে নিয়োজিত বুথ লেভেল অফিসার বা বিএলও-দের পারিশ্রমিক প্রতি ইলেকশন সাইকেলে ৬০০০ টাকা থেকে দ্বিগুণ করে ১২০০০ টাকা করা হয়। বিএলও সুপারভাইজারদেরও পারিশ্রমিক বাড়ানো হয়। তাদের পারিশ্রমিক ১২,০০০ টাকা থেকে বাড়িয়ে ১৮,০০০ টাকা করা হয়। এছাড়া ERO (Electoral Registration Officers) এবং AERO (Assistant Electoral Registrদেরও সাম্মানিক ভাতা চালু করা হয় এ বছরই।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা
