ঐতিহাসিক দীপাবলি উপহার: নেক্সট-জেনারেশন জিএসটি সংস্কার ঘোষণা করল কেন্দ্র

Views: 16
0 0

ঐতিহাসিক দীপাবলি উপহার: নেক্সট-জেনারেশন জিএসটি সংস্কার ঘোষণা করল কেন্দ্র

 

নম্রতা মুখার্জি, রঙ নিউজ:

ভারত সরকার দীপাবলির প্রাক্কালে দেশবাসীর জন্য নিয়ে এলো এক ঐতিহাসিক উপহার— নেক্সট-জেনারেশন জিএসটি সংস্কার। সাধারণ মানুষ থেকে কৃষক, ছোট-মাঝারি উদ্যোগ থেকে বড় ব্যবসায়ী— সকলের জীবনযাত্রা সহজ ও সাশ্রয়ী করতে এই পদক্ষেপ কার্যকর হবে বলে দাবি করেছে কেন্দ্র।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে কৃষি যন্ত্রপাতি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, গাড়ি ও ইলেকট্রনিক্স সামগ্রী— প্রায় সব ক্ষেত্রেই জিএসটি হার উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।

দৈনন্দিন জীবনের খরচে সাশ্রয়

চুলের তেল, শ্যাম্পু, টুথপেস্ট, টয়লেট সাবান, টুথব্রাশ ও শেভিং ক্রিমের মতো অপরিহার্য জিনিসে জিএসটি ১৮% থেকে নামিয়ে আনা হয়েছে মাত্র ৫%-এ।

বাটার, ঘি, চিজ, দুগ্ধজাত খাবার, প্যাকেটজাত নোনতা খাবার ও রান্নার পাত্রে কর কমিয়ে আনা হয়েছে ১২% থেকে ৫%-এ। শিশুদের ফিডিং বোতল, ন্যাপকিন ও ডায়াপার, এমনকি সেলাই মেশিনের মতো জিনিসও এবার আরও সস্তায় পাওয়া যাবে।

কৃষকদের জন্য বড় স্বস্তি

ট্র্যাক্টর, ট্র্যাক্টরের টায়ার ও যন্ত্রাংশ, বায়ো-পেস্টিসাইড, মাইক্রো নিউট্রিয়েন্ট, ড্রিপ ইরিগেশন ব্যবস্থা ও ফসল কাটার যন্ত্রপাতির ওপর কর ১২-১৮% থেকে নেমে দাঁড়িয়েছে ৫%-এ। এর ফলে কৃষি উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।

স্বাস্থ্য খাতে বড় পরিবর্তন

ব্যক্তিগত স্বাস্থ্য ও জীবনবিমা এখন থেকে জিএসটি মুক্ত করা হয়েছে। থার্মোমিটার, অক্সিজেন, ডায়াগনস্টিক টেস্ট, গ্লুকোমিটার, টেস্ট স্ট্রিপস ও চশমার ওপর কর নামানো হয়েছে ৫%-এ। চিকিৎসা ও স্বাস্থ্যসেবার খরচ কমে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

শিক্ষা খাতে করমুক্তির ঘোষণা

শিক্ষার্থীদের জন্য পাঠ্যসামগ্রীর ওপরও এসেছে বড় স্বস্তি। মানচিত্র, চার্ট, গ্লোব, পেনসিল, শার্পনার, ক্রেয়ন, প্যাস্টেল, খাতা ও ইরেজার— এসব শিক্ষাসামগ্রীকে সম্পূর্ণ জিএসটি মুক্ত করা হয়েছে।

অটোমোবাইল ও ইলেকট্রনিক্স আরও সাশ্রয়ী

পেট্রোল-ডিজেল হাইব্রিড গাড়ি, তিন চাকার যানবাহন ও মোটরসাইকেলের জিএসটি হার ২৮% থেকে কমিয়ে করা হয়েছে ১৮%। ট্রান্সপোর্ট ভেহিকেলও এখন আরও সস্তা হবে।

একইভাবে এয়ার কন্ডিশনার, টেলিভিশন, মনিটর, প্রোজেক্টর ও ডিশওয়াশিং মেশিনে কর ২৮% থেকে নামিয়ে আনা হয়েছে ১৮%-এ।

সহজ হবে কর দেওয়ার প্রক্রিয়া

কর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আনা হয়েছে বড় সংস্কার। মাত্র তিন দিনের মধ্যেই আবেদনকারীরা স্বয়ংক্রিয়ভাবে রেজিস্ট্রেশন পাবেন। এছাড়াও রিফান্ড প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দ্রুত হবে বলে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর বার্তা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন,

“নতুন জিএসটি সংস্কার প্রত্যেক ভারতীয়ের জন্য দীপাবলির উপহার। সাধারণ মানুষের করের বোঝা অনেকটাই কমবে। এমএসএমই ও ছোট ব্যবসায়ীরা বড় সুবিধা পাবেন। প্রতিদিনের পণ্য আরও সস্তা হওয়ায় অর্থনীতিও নতুন গতি পাবে।”

সংক্ষেপে বলা যায়, নেক্সট-জেনারেশন জিএসটি সংস্কার কেবল সাধারণ মানুষকেই নয়, কৃষক, ব্যবসায়ী, শিল্পপতি— সকলকেই স্বস্তি দেবে। জীবনযাত্রা হবে সাশ্রয়ী, আর অর্থনীতিতে আসবে নতুন প্রাণ।

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *