শিক্ষকের রং তুলিতে সেজে উঠছে স্কুল 

Views: 35
1 0

শিক্ষকের রং তুলিতে সেজে উঠছে স্কুল

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

প্রবল ইচ্ছাশক্তি ও ভালোবাসা থাকলে একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে যে ছাত্রদের কাছে আপন করে তোলা যায়, বিদ্যালয়মুখী করা যায় পড়ুয়াদের তার জলন্ত উদাহরণ কোচবিহার জেলার তুফানগঞ্জের বিবেকানন্দ বিদ্যাপীঠের শিক্ষক উৎপল অধিকারী। একার চেষ্টায় রং তুলি হাতে গোটা স্কুলবাড়ির দেওয়াল জুড়ে রং বেরংএর ছবি এঁকে রঙিন করে তুলেছেন এই বাংলার শিক্ষক। তাঁর নিপূণ হাতে তুলির টানে নতুন করে সেজে উঠেছে স্কুল। এর পাশাপাশি স্কুলের জমিতে মরসুমি ফুলের বাগান সহ গড়ে তুলেছেন ম্যাথমেটিকাল পার্ক যেখানে খেলার ছলে গণিতের পাঠ নেয় পড়ুয়ারা। এছাড়াও খাঁচায় রাখা কিছু পাখি, খরগোশ ছাত্রদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। ফলে সব ছাত্ররা নিয়মিত স্কুলমুখী। উৎপলবাবুর কথায়, কোভিড অতিমারি পরিস্থিতি ও তার পরবর্তীতে পড়ুয়াদের বড়ো অংশ স্কুলছুট হয়ে পড়ে। চার বছরের চেষ্টায় আজ তারাই ফের স্কুলের আকর্ষণে স্কুলমুখী। ছাত্রদের সকলের কাছেই স্কুলটি শুধু পড়াশোনা নয় বরং একটি ভালোলাগার জায়গা হয়ে দাঁড়িয়েছে। উৎপলবাবু আরও জানিয়েছেন, স্কুলের উন্নয়নের জন্য পঞ্চাশ হাজার টাকা দান করেন এক প্রাক্তন ছাত্র। তখনই তাঁর মাথায় আসে স্কুলকে ঢেলে সাজানোর বিষয়টি। কোমর বেঁধে মাঠে নেমে পড়েন তিনি। প্রতিদিন সকাল সাতটার মধ্যে স্কুলে এসে রং তুলি নিয়ে দেওয়ালে ছবি আঁকা, গাছে জল দেওয়া, খাঁচায় রাখা প্রাণীদের পরিচর্যা করা সেরে বাড়ি ফিরে স্নান, খাওয়া সেরে সাড়ে দশটায় ফের স্কুলে এসে ক্লাস নেওয়ার রুটিনে কোনোও ছেদ নেই তাঁর। এই সাধু উদ্যোগে স্কুলের প্রধানশিক্ষক, সহকর্মী শিক্ষকরা ছাড়াও পাশে পেয়েছেন নিজের স্ত্রীকেও। সকলেই তাঁকে উৎসাহ যুগিয়ে চলেছেন। ছাত্রদের কথায়, এখন তাদের স্কুলে আসতে ভালো লাগে। স্কুল তাদের গর্বের জায়গা। শিক্ষক উৎপল অধিকারীর এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা। সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। আক্ষরিক অর্থেই স্কুলকে ঘিরে রংয়ের বিচ্ছুরণ ঘটিয়ে চলেছেন শিক্ষক উৎপল অধিকারী।

 

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা

Happy
Happy
2
Sad
Sad
0
Excited
Excited
1
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *