নতুন চমক নতুন সিরিয়াল
শাশ্বতী মোদক, রঙ নিউজ
স্টার জলসার নতুন সিরিয়াল “তোমাদের রানী” অভূতপূর্ব সাড়া ফেলেছে সিরিয়াল জগতে। বিনোদনপ্রেমী মানুষ যারা ঘরে বসে ধারাবাহিক দেখার মধ্যে দিয়ে নিজেদের জীবন আনন্দে ভরিয়ে তোলেন ঠিক সেই রকমই একটা ফুল টাইম এন্টারটেনমেন্ট সিরিয়াল হল “তোমাদের রানী”; যার ইন্ট্রো তেই বেশ সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে এবং সিরিয়ালের প্রত্যেকটা মুখ একেবারে নতুন। সিরিয়ালের গল্পে মূল নায়িকা চরিত্রর মেয়েটি জীবনে প্রতিষ্ঠিত হওয়ার গল্প সমস্ত বাধা সরিয়ে সমস্ত লড়াইতে মোকাবিলা করে কিভাবে একটা মেয়ে সাফল্য লাভ করতে পারে তার ডাক্তারি জীবনকে প্রতিষ্ঠার জন্য সেই গল্পই তুলে ধরা হয়েছে সিরিয়ালে। ধীরে ধীরে সিরিয়ালটি এগিয়ে যাবে এবং নতুন নতুন চমক নিয়ে দর্শকদের মনে আরো গেঁথে বসে নিজের জায়গা প্রতিষ্ঠিত করবে স্টার জলসার এই “তোমাদের রানী”।

Sub Editor – Ramananda Das, Prateek Chaterjee
Manager – Bubun Maity
Editor – Dibyendu Das
Co Editor-Anuradha Bhattacharya
Editor in chief – Rakesh Sharma
