বেরঙিন কলমে ‘পদাতিক ,১৪৩০ ’
নিজস্ব প্রতিবেদক, রঙ নিউজ
গতকাল, উত্তর কলকাতার মানিকতলা সংলগ্ন রায়া দেবনাথ মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হলো বেরঙিন কলম পরিচালিত বার্ষিক পত্রিকা পদাতিকের চতুর্থ সংখ্যা। পত্রিকার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন সাহিত্যিক রনিত ভৌমিক, মহর্ষি নন্দী ও অদ্বিতীয় সহ অন্যান্যরা। প্রায় তিনশত সাহিত্যিক-শিল্পীদের সংকলায়িত শিল্প-সাহিত্যকর্মে পরিপূর্ণতা পেয়েছে ১৪৩০ এর পদাতিক। এবছর পদাতিকে পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর , কলকাতা, হাওড়া এবং দুই ২৪ পরগনা থেকে প্রায় কুড়িটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল। প্রায় ৩০ জনের সম্পাদক মন্ডলীর বিগত তিন মাস ধরে অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে গতকাল প্রকাশ পেল পদাতিক।
Sub Editor – Ramananda Das, Prateek Chaterjee
Manager – Bubun Maity
Editor – Dibyendu Das
Co Editor-Anuradha Bhattacharya
Editor in chief – Rakesh Sharma