কলমে কথকতায় কলমে মিতালী

Views: 177
3 0

কলমে কথকতায় কলমে মিতালী

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

বিশিষ্ট কবি অরুণ কুমার চক্রবর্তী, সাংবাদিক, কবি ও গবেষক বরুণ চক্রবর্তী, অসীম দাস, মিলি দাস, সাহিত্যিক সচ্চিদানন্দ দত্ত, নীলাকাশ প্রমুখ ও বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি লেখকদের উজ্জ্বল উপস্থিতিতে শহর কলকাতার শিয়ালদহের কৃষ্ণপদ ঘোষ হলে কলমে কথকতা শীর্ষক মনোজ্ঞ অথচ বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল কলমে মিতালী সাহিত্য পত্রিকা গোষ্ঠী। অনুষ্ঠানে কলমে মিতালী সাহিত্যে পত্রিকার কর্ণধার অর্ণব মুখার্জী, সম্পাদিকা কৃতিকণা চিনি ও পরিচালকমণ্ডলীর পক্ষ থেকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। বিশিষ্টজনদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক বরুণ চক্রবর্তী, কবি অরুণ কুমার চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্বরচিত কবিতা পাঠ করেন বিভিন্ন প্রান্ত থেকে আসা কবিরা। আয়োজকদের তরফে তাৎক্ষণিক কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মঞ্চ থেকে বিজয়ীদের পুরস্কৃত করার পাশাপাশি তাঁর সাহিত্যকর্মের জন্য আজীবন কৃতি সম্মাননা দেওয়া হয় বিশিষ্ট কবি অরুণ কুমার চক্রবর্তীকে। অনুষ্ঠান সঞ্চালনা ছিল যথাযথ।

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, রামানন্দ দাস, প্রতীক চ্যাটার্জী

ম্যানেজার – বুবুন মাইতি

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – রাকেশ শর্মা

Happy
Happy
1
Sad
Sad
0
Excited
Excited
1
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *