মার্চেই জোড়া গ্রহণ

Views: 79
2 0

মার্চেই জোড়া গ্রহণ 

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

মার্চেই জোড়া মহাজাগতিক ঘটনা। মাত্র দু সপ্তাহের ব্যবধানে একইসঙ্গে চন্দ্র ও সূর্য গ্রহণের মতো বিরল মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে বলে জানিয়েছেন জ্যোতির্বিদেরা। তবে ভারত থেকে দুটি গ্রহণের কোনোটাই দেখা যাবে না বলে জানা গিয়েছে। বিশ্বের অন্যান্য স্থান থেকে দুটিই দেখা যাবে। আরও জানা গিয়েছে, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, ইউরোপ ও দক্ষিণ আমেরিকা থেকে দুটি গ্রহণ দেখা যাবে। দেখা যাবে ভারত মহাসাগর লাগোয়া কিছু অঞ্চল থেকেও। ভারতীয় জ্যোতির্বিদেরা জানিয়েছেন, প্রথমে ১৪ই মার্চ সকাল ৯টা ২৯মিঃ থেকে বিকেল ৩টে ২৯মিঃ পর্যন্ত চলবে চন্দ্র গ্রহণ। আবার ঠিক ১৫ দিনের মাথায় ২৯শে মার্চ দুপুর ২টো ২০মিঃ থেকে সন্ধ্যা ৬টা ১৬মিঃ চলবে সূর্য গ্রহণ। যেহেতু দুটি গ্রহণের কোনোটাই ভারত থেকে দেখা যাবে না তাই পুজোপাঠ বা ধর্মীয় রীতিনীতিতে কোনোও নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন ভারতীয় পন্ডিতরা।

 

 

 

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, প্রতীক চ্যাটার্জী

ম্যানেজার – বুবুন মাইতি

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – রাকেশ শর্মা

Happy
Happy
1
Sad
Sad
0
Excited
Excited
1
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *