কেন্দ্রশাসিত অঞ্চল সফরে ও প্রকল্পের শিলান্যাস উদ্বোধনে প্রধানমন্ত্রী
শুভজিৎ মণ্ডল : Rong News
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ পরিদর্শন করবেন। সফরের পাশাপাশি প্রধানমন্ত্রী সিলভাসায় ২,৫৮০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। একইসঙ্গে সিলভাসায় নামো হাসপাতাল ( প্রথম পর্যায় ) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
