এবার কেন্দ্রীয় সরকারের বড় পদক্ষেপ; রেশন কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্তিকরন
নবনীতা পাল : Rong News
রেশন কার্ডের সাথে আধার কার্ডের সংযুক্তি অনেক আগেই হয়েছে, এবার কেন্দ্রীয় সরকার রেশন কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর সংযুক্তিকরণ করতে চাইছে। এই জন্য রেশন বণ্টন নির্দেশিকায় সংশোধনের প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় খাদ্য ও গনবন্টন মন্ত্রক। সরকারি সূত্রে খবর, গত ২৮ সে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সাথে রাজ্যের খাদ্য সচিবের বৈঠকে কেন্দ্রীয় সরকার এই প্রস্তাব রেখেছে। নির্দেশিকায় সংশোধন অনুযায়ী, নতুন রেশন কার্ড দেওয়ার সময় যখন পরিবারের প্রধান ই – কে ওয়াই সি ফর্ম পূরণ করবে, তখন রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধার যুক্ত করার সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর তথ্য নিয়ে নেবে। সরকারের এই পদক্ষেপ নিয়ে চাপানউতোর চলছে সাধারণ মানুষের মধ্যে।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা