মার্চের মধ্যেই গ্যাসের সঙ্গে আধার যোগ: চাপ ইন্ডিয়ান অয়েলের
নবনীতা পাল: Rong News
চলতি বছরে মার্চ মাসের মধ্যেই সকল গ্রাহক দের রান্নার গ্যাসে আধার সংযোগ সম্পূর্ণ করতে হবে বলে গ্যাস ডিস্ট্রিবিউটর দের নির্দেশ দিয়েছে ইন্ডিয়ান অয়েল বা রাষ্ট্রয়াত্ত তেল সংস্থা। যদিও মার্চ মাসের কত তারিখ অবধি এই প্রক্রিয়া চলবে তা এখনও সুস্পষ্ট হয় নি। সূত্রের খবর অনুযায়ী, এলপিজি গ্রাহক দের মধ্যে ৬৫ শতাংশের আধার যুক্তিকরণ সম্ভব হয়েছে, ফলে মাসখানেকের মধ্যে বাকি গ্রাহকদের যুক্তিকরন অসম্ভব। কিন্তু ৬ ই মার্চের বৈঠকে ইন্ডিয়ান অয়েল সংস্থা এই ব্যাপারে বিশেষ জোর দিয়েছে। বয়স্কদের ক্ষেত্রে বাড়ি গিয়ে আধার সংযোগের প্রস্তাব দেওয়া হয়েছে। যারা এখনও আধার লিংক করেন নি, তাদের দ্রুত আধার সংযোগ করার কথা বলা হয়েছে। অন্যদিকে ভারত পেট্রোলিয়ামের পক্ষ থেকে এমন কোন নির্দেশ এখনও পায়নি বলে জানিয়েছেন সেখানকার সিনিয়র সুকোমল সেন।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
