অজগরকে দড়ি বানিয়ে স্কিপিং
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
একটি আস্ত পাইথন বা অজগরকে দড়ি বানিয়ে দেদার স্কিপিং করছে একদল শিশু। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঞ্চলের উরাবিন্ডা এলাকায় ঘটে যাওয়া এমনই অভূতপূর্ব ঘটনার কথা সামনে এসেছে সোস্যাল মিডিয়ার হাত ধরে। সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, একটি কালো মাথার পাইথনকে দড়ি বানিয়ে হাসতে হাসতে লাফিয়ে চলেছে ৬ জন শিশু। তবে সাপটি জীবিত না মৃত তা জানা যায়নি। ভিডিওটি ক্যামেরাবন্দি করেছেন এক বয়স্ক ব্যক্তি বলে সূত্রের দাবি। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সে দেশের পরিবেশ পর্যটন ও বিজ্ঞান বিভাগ। তারা জানিয়েছে, অস্ট্রেলিয়ায় সব ধরনের প্রাণীদের সম্মান প্রদর্শন করা হয়। বিষয়টি নিয়ে তদন্তে নামতে চলেছে তারা। জানা গিয়েছে, এক্ষেত্রে প্রাণী হত্যা বা আহত করার ঘটনায় সর্বোচ্চ জরিমানা করা হতে পারে।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
