*এখন থেকেই প্রস্তুতি শুরু আগামীর ;মোহনবাগানের নতুন ডিফেন্ডার*
আইএসএল প্লে-অফ পর্বের খেলা এখনও বাকি। তবে গোটা দলের যা পারফরম্যান্স, তাতে আশায় বুক বাঁধতেই পারেন সবুজ মেরুন সমর্থকরা। আর তারই মাঝে শুরু হয়ে গেছে আগামীর পরিকল্পনা। শোনা যাচ্ছে, পাঞ্জাব এফসির এক ফুটবলারের দিকে নজর রয়েছে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের।
সূত্র মারফৎ জানা যাচ্ছে, পাঞ্জাব এফসির ডিফেন্ডার টেকচাম অভিষেক সিংকে দলে নিতে পারে তারা। চলতি মরশুমে ২২টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি। তাছাড়া তাঁর দুটি ক্লিনশিটও রয়েছে। সেইসঙ্গে, ৪৭টি ইন্টারসেপশন এবং ১৪১টি রিকভারি রয়েছে এই ফুটবলারটির নামের পাশে। সূত্রের খবর, সেই টেকচাম অভিষেক সিংকে দলে নিতে প্রাথমিক কথাবার্তা শুরু করে দিয়েছে সবুজ মেরুন টিম ম্যানেজমেসেন্ট।
শোনা যাচ্ছে, তাঁকে নিতে হলে ট্রান্সফার ফি দিয়েই সই করাতে হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এখনও কিছুটা সময় লাগবে।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
